AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mirzapur Train: পুণ্যার্থীদের উপর দিয়ে চলে গেল হাওড়া-কালকা মেল, কাটা পড়লেন ৬ জন

Train Accident: উত্তর প্রদেশের মির্জাপুরের সকাল-সকালই ট্রেনে কাটা পড়ে মৃত্যু ছয় জন পুণ্যার্থীর। কালকা-হাওড়া মেল চলে যায় তাঁদের উপর দিয়ে। জানা গিয়েছে,নিহতরা কার্তিক পূর্ণিমার পবিত্র স্নানের জন্য এসেছিলেন। প্ল্যাটফর্মের উল্টো দিকে নেমেছিলেন তাঁরা। আর তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়।

Mirzapur Train: পুণ্যার্থীদের উপর দিয়ে চলে গেল হাওড়া-কালকা মেল, কাটা পড়লেন ৬ জন
হাওড়া-কালকা মেইল, প্রতীকী ছবিImage Credit: Facebook
| Updated on: Nov 05, 2025 | 11:24 AM
Share

মির্জাপুর: আবারও ট্রেন দুর্ঘটনা। উত্তর প্রদেশের মির্জাপুরের সকাল-সকালই ট্রেনে কাটা পড়ে মৃত্যু ছয় জন পুণ্যার্থীর। বুধবার ভোরে হাওড়া-কালকা মেল চলে যায় তাঁদের উপর দিয়ে। জানা গিয়েছে, নিহতরা কার্তিক পূর্ণিমার পবিত্র স্নানের জন্য এসেছিলেন। প্ল্যাটফর্মের উল্টো দিকে নেমেছিলেন তাঁরা। আর তখনই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়।

উল্লেখ্য, মঙ্গলবারই বিলাসপুরের কাছে মালগাড়ির সঙ্গে প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ হয়। ঘটনার তীব্রতা এতটাই ভয়ঙ্কর ছিল যে মালগাড়ির মাথায় উঠে পড়ে প্যাসেঞ্জার ট্রেনটি। সেই ঘটনায় মৃত বেড়ে হয়েছে ১১। একদিন কাটতে না কাটতেই আবারও মৃত্যুর খবর

রেল সূত্রে খবর, মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তর-প্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলওয়ে স্টেশনে। যেহেতু কার্তিক মাস চলছে, সেই কারণে প্রচুর পুণ্যার্থী এসেছিলেন।এ দিন অর্থাৎ বুধবার সকালে তাঁরা যেদিকে প্ল্যাটফর্ম তাঁর উল্টো দিকে নামতে শুরু করেন। আর তখনই ঘটে যায় অঘটন। দ্রুত গতিত চলে আসে হাওড়া-কালকা মেল। পুণ্যার্থীদের উপর দিয়েই চলে যায় ট্রেনটি। এই ঘটনায় আহত হন একাধিক। শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ছ’জনের।

এ দিকে, এই দুর্ঘটনার পর স্টেশন চত্বরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েন। শুরু হয় চিৎকার। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় সেখানে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রয়েছেন রেল পুলিশের আধিকারিকরাও। দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে প্রশাসন।

এতজন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনার খবরে মর্মাহত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এসডিআরএফ এবং এনডিআরএফ দলগুলিকে অবিলম্বে উদ্ধার কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।