IAF Chief On Agnipath Recruitment Agitation : ‘সহিংসতা’ কোনও সমাধানের পথ নয়, ‘অগ্নিপথ’ বিরোধী বিক্ষোভকারীদের বার্তা বায়ুসেনা প্রধানের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 18, 2022 | 9:00 PM

Agnipath Recruitment : কেন্দ্রের 'অগ্নিপথ' প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভ দেখা গিয়েছে। এই বিক্ষোভের নিন্দা করে বায়ুসেনা প্রধান বলেছেন, সহিংসতা কোনও সমাধানের পথ নয়।

IAF Chief On Agnipath Recruitment Agitation : সহিংসতা কোনও সমাধানের পথ নয়, অগ্নিপথ বিরোধী বিক্ষোভকারীদের বার্তা বায়ুসেনা প্রধানের
ছবি সৌজন্যে : PTI

Follow Us

নয়া দিল্লি : কেন্দ্রীয় সরকারের ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে দেশজুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে। অভিযোগ উঠেছে, সেনায় যোগ দিতে চাওয়া পড়ুয়ারা দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রের এই নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে। বিহার ও উত্তর প্রদেশে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। গতকাল তেলঙ্গনায় এই বিক্ষোভে মৃত্যু হয়েছে একজনের। বিরোধীরাও এই প্রকল্প নিয়ে নিশানা করেছে। এবার এই প্রকল্পকে ঘিরে হওয়া বিক্ষোভের নিন্দা করলেন বায়ুসেনা প্রধান ভিআর চৌধুরী। পুনরায় কেন্দ্রের এই প্রকল্পের সমর্থন করে তিনি বিক্ষোভকারী ও সাধারণ মানুষের উদ্দেশে বলেছেন, সহিংসতা কোনও কিছুর সমাধান হতে পারে না।

তিনি শনিবার সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ‘পরিস্থিতি ও এই প্রকল্প বুঝলেই সমাধান মিলবে। এখানে স্থানীয় অনেক মিলিটারি স্টেশন, বায়ুসেনা ঘাঁটি, নৌসেনা ঘাঁটি রয়েছে। যদি তাঁদের কোনও জিজ্ঞাসা থাকে তাহলে সেখানে গিয়ে তাঁরা নিজেদের প্রশ্ন করতে পারেন। এবং নিজেদের সব প্রশ্ন দূর করতে পারেন।’ তিনি আরও জানিয়েছেন যে, আগ্রহীদের বুঝতে হবে যে, এই নিয়োগ প্রকল্প তাঁদের জন্যই সুবিধাজনক হবে। বিক্ষোভকারীরা এই ‘অগ্নিপথ’ প্রকল্প পুরোপুরি বুঝে গেলে তাঁরা নিজেরাই এর সুবিধা সম্পর্কে ধারণা করতে পারবেন। তিনি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘আমি নিশ্চিত যে এটি তাঁদের মনের সমস্ত সন্দেহ দূর করবে।’

এদিকে বিক্ষোভের আগুন নেভাতে ময়দানে এদিন সকালেই বড় ঘোষণা করেছিলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে, সিএপিএফ ও অসম রাইফেলসের নিয়োগে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ থাকবে। কেন্দ্রের এই পদক্ষেপকে ‘অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ’ বলে আখ্য়া দিয়েছেন বায়ুসেনা প্রধান। তিনি আরও জানিয়েছেন যে, যুদ্ধক্ষেত্রে পরিবর্তন আসছে। তাই সেখানে বিভিন্ন ক্ষেত্রে তরুণ ও আরও প্রযুক্তিগতভাবে সচেতন ব্যক্তির প্রয়োজন। তিনি বলেছেন, ‘বিশেষত বিমানবাহিনীর ক্ষেত্রে প্রযুক্তির দিক থেকে আরও দক্ষ কাউকে নিয়োগের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে।’ তিনি জানিয়েছেন, ‘অগ্নিবীররা’ বিমানবাহিনীতে পুনরায় যোগ দিতে পারেন। তিনি আরও বলেছেন, ‘তাঁরা যদি উচ্চশিক্ষার কথা ভাবেন বা নিজের ব্যবসার উদ্যোগ নিতে চান তা তাঁরা করতেই পারেন বা সরকারি বা কোনও বেসরকারি সংস্থাতেও যোগ দিতে পারেন।’

Next Article