চিনের একচেটিয়া বাজারে কোপ! সব রেকর্ড ভেঙে দিল ভারত

Smartphone: ভারতের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা যে উন্নতির পথে এগোচ্ছে, তা স্পষ্ট। 'অ্যাপল'-এর প্রোডাক্টই সবথেকে বেশি রফতানি হয়েছে। নভেম্বরে এই সংস্থার ১৪,০০০ কোটি টাকার প্রোডাক্ট বিক্রি হয়েছে।

চিনের একচেটিয়া বাজারে কোপ! সব রেকর্ড ভেঙে দিল ভারত
Follow Us:
| Updated on: Dec 17, 2024 | 1:28 PM

নয়া দিল্লি: স্মার্টফোনের বাজারে চিন কিংবা দক্ষিণ কোরিয়ার রমরমা বরাবরই বেশি। ভারতের বাজারে সেই সব বিদেশি ফোনের চাহিদা ছিল তুঙ্গে। তবে এবার সেই ব্যবসায় পুরনো সব রেকর্ড ভেঙে ফেলল ভারত। এক বছরে এত বেশি অঙ্কে ব্যবসা ফুলে ফেঁপে উঠতে দেখা যায়নি আগে। কার্যত এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে ভারত।

জানা গিয়েছে, এই প্রথমবার স্মার্টফোন ব্যবসায় ২০,০০০ কোটির অঙ্ক পার করে ফেলেছে ভারত। গত নভেম্বরেই এই উচ্চতা ছুঁয়ে ফেলেছে। ৯২ শতাংশ বৃদ্ধি হয়েছে ব্যবসায়। গত বছর নভেম্বর মাসে ১০,৬৩৪ কোটি টাকার ব্যবসা হয়েছিল। এবার সেটা ২০,০০০ কোটিতে পৌঁছে গিয়েছে।

ভারতের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা যে উন্নতির পথে এগোচ্ছে, তা স্পষ্ট। ‘অ্যাপল’-এর প্রোডাক্টই সবথেকে বেশি রফতানি হয়েছে। নভেম্বরে এই সংস্থার ১৪,০০০ কোটি টাকার প্রোডাক্ট বিক্রি হয়েছে। গত অক্টোবরে এই অঙ্ক ছিল ১২,০০০ কোটি।

অ্যাপল-এর ভেন্ডার অর্থাৎ ফক্সকন, টাটা ইলেকট্রনিক্স, পেগাট্রনের মতো সংস্থা এই সাফল্যের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে। অ্যাপলের পরেই এই তালিকায় আছে স্যামসাং।

বিশেষজ্ঞরা বলছেন, আসলে গেম চেঞ্জার হল ভারতের স্মার্টফোনের পিএলআই স্কিম। ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা যাচ্ছে, মোবাইল কম্পোনেন্টের ওপর মোট ট্যাক্স ও ডিউটি সংগ্রহ করা হয়েছে ১.১ ট্রিলিয়ন। এছাড়া এ সেক্টরে গত চার বছরে ৩ লক্ষ লোক সরসারি ও ৬ লক্ষ মানুষ পরোক্ষভাবে যুক্ত হয়েছেন।