Baguiati: প্রমোটার মারধরে অভিযুক্ত কাউন্সিলরের বাড়িতে নোটিস পুলিশের
Baguiati: এরপর দু'জনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। কাউন্সিলর সমরেশ চক্রবর্তী-সহ বাকিদের খোঁজে তাঁদের বাড়িতে যায় পুলিশ। কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর উত্তর দেশবন্ধু নগরের বাড়িতে একাধিকবার আসে পুলিশ।
কলকাতা: বাগুইআটিতে প্রোমোটার কিশোর হালদারকে মারধরের ঘটনায় অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তাঁর বাড়িতে নোটিস পাঠাল বাগুইআটি থানার পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ। ধৃতদের নাম রমেন মণ্ডল ও শুভেন্দু মণ্ডল। সোমবার তাঁদের বারাসাত আদালতে তোলা হয়। তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বারাসত আদালত।
প্রোমোটার কিশোর হালদারকে মারধর কাণ্ডে বিধাননগর পৌরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রবিবার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন আহত প্রোমোটার।
এরপর দু’জনকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। কাউন্সিলর সমরেশ চক্রবর্তী-সহ বাকিদের খোঁজে তাঁদের বাড়িতে যায় পুলিশ। কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর উত্তর দেশবন্ধু নগরের বাড়িতে একাধিকবার আসে পুলিশ। কাউন্সিলরকে বাড়িতে না পেয়ে অবশেষে মঙ্গলবার দুপুরে বাগুইআটি থানার পুলিশের পক্ষ থেকে বাড়ির দেওয়ালে নোটিস লাগিয়ে দেওয়া হল। তাঁকে বাগুইআটি থানায় দেখার করার কথা বলা হয়েছে।
প্রোমোটার কিশোর হালদারকে মারধর কেসে কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে চায় বাগুইআটি থানার পুলিশ উল্লেখ রয়েছে নোটিসে। বাগুইআটি প্রোমোটারকে মারধরের ঘটনায় রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের নেতা গোবিন্দ দাসের বাড়ি এবং অফিস বন্ধ একাধিকবার ডেকেও সাড়া মেলেনি। পুলিশ কড়া পদক্ষেপ করা হচ্ছে।
প্রসঙ্গত, রবিবার বিধাননগরের এক প্রমোটারের কাছ থেকে ৩০ লক্ষ টাকা তোলা দাবি করার অভিযোগ ওঠে। তোলার টাকা না পেয়ে সেই প্রমোটারকে বন্দুকের বাঁট দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ ওঠে কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থাতেই বাগুইআটি থানায় থান ওই প্রমোটার। বিধাননগর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। নাম ওঠে বাবাই, গোবিন্দ দাস, শুভেন্দু-সহ একাধিক জনের।