Kalighater Kaku: দুর্ভোগ যেন কাটছে না! সংশোধনাগার থেকে বেরনোর আগেই কাকুকে ‘তুলে’ নিল CBI
Sujay Krishna Bhadra: বস্তুত, এর আগে নিয়োগ মামলায় সুজয়ের গ্রেফতারি নিয়ে কম নাটক হয়নি। কোর্টে হাজির কারনোর জন্য পরোয়ানা জারি করা হয়। তবে এরপরও সুজয় আদালতে হাজিরা দেননি। কালীঘাটের কাকুর বক্তব্য ছিল, তিনি শারীরিক ভাবে অসুস্থ।
কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন ‘কাকু’। এর আগে ইডি-র মামলায় জামিন পেয়েছিলেন সুজয়কৃষ্ণ। তবে এবার আরও এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন সুজয়কৃষ্ণ।
বস্তুত, এর আগে নিয়োগ মামলায় সুজয়ের গ্রেফতারি নিয়ে কম নাটক হয়নি। কোর্টে হাজির কারনোর জন্য পরোয়ানা জারি করা হয়। তবে এরপরও সুজয় আদালতে হাজিরা দেননি। কালীঘাটের কাকুর বক্তব্য ছিল, তিনি শারীরিক ভাবে অসুস্থ। সেই কারণে হাজিরা দিতে পারছেন না। শেষ পর্যন্ত মঙ্গলবার তিনি সংশোধনাগারে থাকাকালীনই গ্রেফতার দেখালো সিবিআই। শ্যোন অ্যারেস্ট করা তাঁকে। গ্রেফতারের পর জামিনের আবেদন সুজয়ের আইনজীবীর।নিজেদের হেফাজতে চেয়ে আবেদন সিবিআইয়ের।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’ হিসেবে প্রথম তাঁর নাম সামনে আসে। পরে তদন্ত করতে গিয়ে তাঁর আসল পরিচয় জানতে পারেন তদন্তকারীরা। তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে সেই মামলায় শর্তসাপেক্ষে জামিন পেয়ে গিয়েছেন তিনি। এদিকে, গত কয়েকদিন ধরে তাঁকে হেফাজতে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল সিবিআই। আদালতে আবেদনও করেছিল কেন্দ্রীয় এজেন্সি। নিয়ম অনুযায়ী, হেফাজতে পেতে গেলে অভিযুক্তকে সশরীরে হাজিরা দিতে হয়। কিন্তু পরপর তিনবার অসুস্থ বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। অবশেষ আজ গ্রেফতার করা হল তাঁকে।