দেশি স্টাইলে বিদেশিকে কী শেখালেন ঐশ্বর্য? চোখকে বিশ্বাস করতে পারবেন না
Aishwarya Rai Bachchan: ঐশ্বর্য পরম যত্নে তার প্লেট থেকে সিঙাড়াটা নিয়ে সাংবাদিককে বোঝান যে কোনওভাবেই সিঙাড়া কাঁটাচামচ আর ছুরি দিয়ে খাওয়া সম্ভব নয়, খেতে হবে একেবারে দেশি স্টাইল। কি সেই দেশি স্টাইল?
ঐশ্বর্য রাই বচ্চন, এককালের মিস ওয়ার্ল্ড খেতাব জেতা অপরূপ সুন্দরী। তার রূপের ছটায় কুপোকাত গোটা বিশ্ব। আর এমনই এক সুন্দরীর সঙ্গে ডিনার করতে বসে যদি সে নিজে হাতে শিখিয়ে দেয় ঠিক কীভাবে খেতে হবে কোনও একটি বিশেষ পদ, তাহলে তো সোনায় সোহাগা। ১১ বছর আগের এক ডিনারে এমনভাবেই এক ব্রিটিশ সাংবাদিককে সিঙাড়া খাওয়া শিখিয়েছিলেন ঐশ্বর্য। একেবারে দেশি স্টাইলে। সাক্ষাৎকার নিতে আসা সেই সাংবাদিক ঐশ্বর্যর সেই জাদুতে একেবারে মুগ্ধ। এমনই একটি পুরনো ভিডিও হঠাৎ করেই সমাজমাধ্যমে ঘুরতে থাকে আর তা ঘিরেই নেটিজেনদের মধ্যে বাড়তে থাকে উত্তেজনার পারদ।
ভিডিওতে দেখা যায় মুম্বইয়ের একটি বিলাসবহুল রেস্তোরাঁতে ডিনারে এসেছেন ঐশ্বর্য রাই। সঙ্গে এক ব্রিটিশ সাংবাদিক। ডিনারে এসে একে অপরের মুখোমুখিই বসেছেন। এথনিক ওয়্যারে ঐশ্বর্য হয়ে উঠেছিলেন পরমা সুন্দরী। দেখা যায় দুজনের প্লেটেই দেওয়া হয়েছে সিঙাড়া। একেবারে দেশি সিঙাড়া। ব্রিটিশ সাংবাদিক তার প্রথাগত নিয়ম মেনে কাঁটাচামচ আর ছুরি দিয়ে খেতে চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সেভাবে সিঙাড়াটা খেতে পারছেন না। আর তাই দেখে ঐশ্বর্য পরম যত্নে তার প্লেট থেকে সিঙাড়াটা নিয়ে সাংবাদিককে বোঝান যে কোনওভাবেই সিঙাড়া কাঁটাচামচ আর ছুরি দিয়ে খাওয়া সম্ভব নয়, খেতে হবে একেবারে দেশি স্টাইল। কি সেই দেশি স্টাইল? কোন অভিনব পদ্ধতিতে ব্রিটিশ সাংবাদিককে সিঙাড়া খাওয়া শেখালেন ঐশ্বর্য? আদপে দেশি স্টাইল বলতে তিনি স্পষ্টই বুঝিয়েছিলেন হাত দিয়ে খাওয়ার কথা। যদিও ঐশ্বর্যের সিঙারা প্রেম দেখে নিজের চোখকে অনেকেই বিশ্বাস করতে পারেন না। ডায়েট ভুলে এ কোন ছবি!
সংবাদমাধ্যম আল-জাজিরার জন্য ব্রিটিশ সাংবাদিক এবং সঞ্চালক ডেভিড ফ্রস্টের সঙ্গে ডিনার করতে বসে তাঁকে হাত দিয়েই সিঙাড়া খাওয়া শেখান মিস ওয়ার্ল্ড। ঐশ্বর্য তাকে এও জানান যে তিনি আদপেই ভারতীয় খাবার খেতে খুবই পছন্দ করেন, আর ডায়েটের কথা মাথায় না রেখে দেদার খাওয়া-দাওয়া করে থাকেন। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় আর ঐশ্বর্যর অসংখ্য অনুরাগী এই ভিডিওর নীচে কমেন্ট করতে থাকেন। কেউ কেউ লেখেন, ‘যেভাবে ঐশ্বর্য হাত দিয়ে সাংবাদিককে সিঙাড়া খাওয়া শেখাচ্ছেন, তা বেশ সুন্দর।’ আবার অনেকে লেখেন যে ফর্ক অর্থাৎ কাঁটাচামচ দিয়ে সিঙাড়া খাওয়া অত সহজ নয়। ‘পোন্নিয়িন সেলভান’-এর পেশোয়ার-রানি নন্দিনী যে এভাবে এক ব্রিটিশকে মুগ্ধ করে দেবেন তা কেউ ভেবেছিল আগে?