AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalighater Kaku In Court: ‘আদালত সব দেখছে, সব বোঝে…’, হঠাৎ ‘কাকু’-কে কেন বললেন বিচারক?

Sujay Krishna Bhadra: এ দিন, শুনানি চলার সময় বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় বলেন, "আবেদন যেদিন হয়েছিল আমার প্রশ্ন ছিল কেন এতদিন পর হেফাজতে চাইছেন? ওঁরা যে কেস ডায়েরি জমা দিয়েছিলেন তাতে সন্তুষ্ট হয়েই আমি অর্ডার দিয়েছিলাম।"

Kalighater Kaku In Court: 'আদালত সব দেখছে, সব বোঝে...', হঠাৎ 'কাকু'-কে কেন বললেন বিচারক?
প্রতীকী চিত্র।Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 17, 2024 | 4:52 PM
Share

কলকাতা: ইডির হাতে জামিন পেলেও ফের গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এবার সিবিআই গ্রেফতার করেছে তাঁকে। আর হেফাজতে নিতে সিবিআই আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় এজন্সি। অপরদিকে, জামিনের আবেন করেন ‘কাকুর’ আইনজীবী।

এ দিন, শুনানি চলার সময় বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় বলেন, “আবেদন যেদিন হয়েছিল আমার প্রশ্ন ছিল কেন এতদিন পর হেফাজতে চাইছেন? ওঁরা যে কেস ডায়েরি জমা দিয়েছিলেন তাতে সন্তুষ্ট হয়েই আমি অর্ডার দিয়েছিলাম।” আদালতে শুনানির সময় কেন্দ্রীয় এজেন্সির কাছে ‘কাকুর’ হাজিরা না দেওয়ার বিষয়টিও তোলেন বিচারক। বলেন, “আপনার মক্কেল যদি দিনের পর দিন না আসে তা ওনার বিরুদ্ধে ‍যাচ্ছে…। সিবিআইয়ের এখানে কোনও ভূমিকা নেই। আদালত সব দেখছে, সব বোঝে।”

পাল্টা সুজয়ের আইনজীবী বলেন, “আমি দেখব কী ভাবে ওঁকে সশরীরে হাজির করানো যায়।” বিচারক কোর্টে বলেন, “সব ক্ষেত্রে টাইমলাইন ধরে জামিনের আবেদন করবেন না। কেজরিওয়ালের নির্দেশ বলবেন না। প্রতিটি মামলার ইউনিক ফিচার আছে।” অপরদিকে, সিবিআই-এর আইনজীবী জানান, “উনি সুস্থ হলে তবেই হেফাজতে নেব।”