রত্নগিরি: দেখে মনে হবে কোনও পণ্যবাহী নৌ যান। ভিতরে কী আছে তা দূর থেকে দেখার কোনও উপায়ও নেই। তাই তা দেখে বিশেষ সন্দেহ হয়নি কারও। জল ভেঙে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল গন্তব্যের দিকে। কিন্তু, মাঝ পথে বদলে যায় গন্তব্য। ভারত ছেড়ে একেবারে বিদেশে যাওয়ার পরিকল্পনা। বড়সড় পাচারের ছক। কিন্তু, শুল্ক দফতর (Customs) ও উপকূল রক্ষী বাহিনীর (Costal Guard) তৎপরতায় শেষ পর্যন্ত বানাচাল হয়ে গেল গোটা পরিকল্পনা। যা উদ্ধার হল তা দেখে অবাক হতে পারেন আপনিও।
মহারাষ্ট্রের বিজয়দুর্গ বন্দর থেকে রওনা দিয়েছিল গুজরাটের উদ্দেশে। কিন্তু, গুজরাট যাওয়ার বদলে লঞ্চটির মুখ ঘুরে গিয়েছিল দুবাইয়ের দিকে। লঞ্চে মজুত প্রায় সাড়ে তিন হাজার ছাগল-ভেড়া। পাচারের উদ্দেশেই সেগুলিকে দুবাইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। কিন্তু, গোপন সূত্রে খবর পেয়ে লঞ্চটির পথ আটকান শুল্ক দফতরের আধিকারিকরা। ছুটে আসে উপকূল রক্ষী বাহিনীও। রত্নাগিরি উপকূলের কাছে আটক করা হয় লঞ্চটিকে। উদ্ধার করা হয় প্রায় সাড়ে তিন হাজার ছাগল-ভেড়া।
সূত্রের খবর, গোটা পাচারকাণ্ডের সঙ্গে কে বা কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া ভেড়া-ছাগলগুলিকে নিজেদেরে হেফাজতে রেখেছে শুল্ক দফতর। যে জায়গা থেকে তাদের আনা হয়েছিল সেখানে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে ভারত-দুবাইয়ের কোন পাচার চক্র এর পিছনে রয়েছে, কেনই বা তারা জলপথকে পাচারের জন্য বেছে নিলেন তা খতিয়ে দেখতে শুরু করেছেন উপকূল রক্ষী বাহিনীর আধিকারিকরা।