Sonia Gandhi: জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 03, 2023 | 12:14 PM

২০২৩ সালে আরও ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সোনিয়াকে। এ বছর ১২ জানুয়ারি ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে এই গঙ্গারাম হাসপাতালেই ভর্তি হয়েছিলেন সোনিয়া।

Sonia Gandhi: জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি সনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। তাঁকে দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, সনিয়ার হাল্কা জ্বর রয়েছে। গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা কংগ্রেসের সংসদীয় নেত্রীর স্বাস্থ্যের খেয়াল রাখছেন। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।

২০২৩ সালে আরও ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সনিয়াকে। এ বছর ১২ জানুয়ারি ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে এই গঙ্গারাম হাসপাতালেই ভর্তি হয়েছিলেন সোনিয়া। সে বার পাঁচ দিন ভর্তি থাকার পর ১৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। জ্বর হওয়ার কারণে ২ মার্চও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া গান্ধী। অতিমারির সময় কোভিডে আক্রান্ত হয়েও হাসপাতালে ভর্তি হয়েছিলেন সনিয়া।

 

অসুস্থ হয়ে পড়লেও বিগত দিনে বিরোধীদের জোটে উপস্থিত থেকেছেন সনিয়া। বেঙ্গালুরু পর ৩১ অগস্ট মুম্বইয়ে যে বৈঠক হয়েছে ইন্ডিয়া জোটের, সেখানেও রাহুল গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী।

Next Article