Sonia Gandhi: নাক দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছিল সনিয়ার, এখন কেমন আছেন কংগ্রেস সভানেত্রী?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 17, 2022 | 1:53 PM

Sonia Gandhi: কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর ২ জুন করোনা সংক্রমণ ধরা পড়ে। ৭৫ বছর বয়সি সনিয়া ১২ জুন থেকে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি রয়েছেন।

Sonia Gandhi: নাক দিয়ে প্রচুর রক্ত বেরোচ্ছিল সনিয়ার, এখন কেমন আছেন কংগ্রেস সভানেত্রী?
সনিয়া গান্ধী (ফাইল ছবি)

Follow Us

নয়া দিল্লি : রবিবার থেকে রাজধানীর এক হাসপাতালে ভর্তি রয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল। নাক দিকে প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছিল। এরপরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার কংগ্রেসের তরফে এই কথা জানানো হয়েছে। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এ দিন জানিয়েছেন, হাসপাতালে ভর্তি করার পর সনিয়ার শ্বাসযন্ত্রের নীচের দিকে ফাঙ্গাল ইনফেকশন ধরা পড়েছে। উল্লেখ্য, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর ২ জুন করোনা সংক্রমণ ধরা পড়ে। ৭৫ বছর বয়সি সনিয়া ১২ জুন থেকে দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি রয়েছেন।

বর্ষীয়ান কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, করোনা পরবর্তী অন্যান্য উপসর্গের পাশাপাশি শ্বাসযন্ত্রে ইনফেকশনের চিকিৎসা চলছে সনিয়া গান্ধীর। তাঁর শারীরিক গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছেন চিকিৎসকরা। কংগ্রেস সভানেত্রীর পুত্র রাহুল গান্ধী এবং তাঁর কন্যা প্রিয়ঙ্কা গান্ধী সর্বক্ষণ তাঁর সঙ্গে থাকছেন বলে জানা গিয়েছে। সংবাদ সংস্থা ANI জানিয়েছে, বৃহস্পতিবার রাতে রাহুল গান্ধী হাসপাতালে যান এবং মায়ের দেখভালের জন্য সেখানেই থেকে যান।

সনিয়া গান্ধীর শারীরিক অবস্থার কথা বিচার করে রাহুল গান্ধী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ডিরেক্টরের কাছে অনুরোধ করেছেন ন্যাশনাল হেরাল্ড সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় পরবর্তী হাজিরার দিন পরবর্তন করার জন্য। উল্লেখ্য, তিন দিনে প্রায় ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির তদন্তকারী অফিসাররা। রাহুলের পরবর্তী জিজ্ঞাসাবাদের দিন ২০ জুন (সোমবার)। উল্লেখ্য, সনিয়া গান্ধীকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে সনিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ২৩ জুন পর্যন্ত তাঁকে সময় দেওয়া হয়েছে।

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করছেন অনেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সনিয়ার করোনায় আক্রান্ত হওয়ার কথা জানতে পেরে, দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছিলেন।

Next Article