Sonu Nigam: কী এমন করেছিলেন উদ্ধবপন্থী বিধায়কের ছেলে? বিস্ফোরক দাবি সোনুর, পাল্টা দাবি নেত্রীর
Sonu Nigam: সোমবার রাতে মুম্বইয়ের চেম্বুরে একটি লাইভ কনসার্টে সোনু নিগমের উপর হামলা চালায় স্থানীয় উদ্ধবপন্থী বিধায়কের ছেলে। তাঁর বিরুদ্ধে পুলিশে মামলা দায়ের করেছেন সোনু।
মুম্বই: মুম্বইয়ের (Mumbai) চেম্বুরে (Chembur) গতকাল রাতে গায়ক সোনু নিগমের একটি সঙ্গীতানুষ্ঠানে হুলুস্থূল কাণ্ড বাঁধে। সেলফি (Selfie) তোলা থেকে বিরত থাকার জন্য় তাঁর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় নাম জড়িয়েছে শিবসেনার উদ্ধবপন্থী দুই নেতার বিরুদ্ধে। স্থানীয় বিধায়ক তথা উদ্ধব শিবিরের নেতা প্রকাশ ফাটারপেকরের ছেলে ও ভাইপোর। এই ঘটনার পরই চেম্বুর পুলিশ স্টেশনের দ্বারস্থ হন সোনু। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলাও দায়ের করেছে মুম্বই পুলিশ।
পুলিশ জানিয়েছে,সোনু নিগমের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১ ও ৩৩৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। সোনু নিগম অভিযোগে স্থানীয় শিবসেনার উদ্ধব শিবিরের বিধায়কের ছেলের নাম করেছেন এবং তাঁর টিমের সদস্যদের হেনস্থা করার অভিযোগ তুলেছেন তিনি। সোনু পুলিশকে জানিয়েছেন,গতকাল সন্ধে ৭ টা থেকে লাইভ কনসার্ট শুরু হয়। এবং রাত ১০ টা নাগাদ শেষ হয় সেই কনসার্ট। তিনি পুলিশকে বলেছেন, “অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার সহকর্মী হরিপ্রকাশ, রাব্বানি খান, সায়রা মাকানি, আমরা সবাই যখন মঞ্চ থেকে নামছিলাম, তখন হঠাৎ পেছন থেকে একটি ছেলে এসে আমাকে ধরে ফেলে। তারপর হরিপ্রকাশ সেই ছেলেটিকে সরানোর চেষ্টা করে, তারপর সেই ছেলেটি হরিপ্রকাশজিকে ধাক্কা ফেলে দেয়। রাগের মাথায় ছেলেটি আমাকেও ধাক্কা দেয়। আমিও সিঁড়িতে পড়ে যাই।”
তিনি ঘটনার বর্ণনা করতে গিয়ে আরও বলেন, রব্বানি আমাকে সাহায্য় করার জন্য এগিয়ে আসেন তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় ছেলেটি। তিনি পরে উল্লেখ করেছেন, সেই ছেলেটি স্থানীয় বিধায়ক প্রকাশ ফাটারপেকরের ছেলে স্বপ্নিল প্রকাশ ফাটেরপেকর। এদিকে ডিসিপি হেমরাজ সিং রাজপুত সাংবাদিকদের জানিয়েছেন, “লাইভ কনসার্টের পর সোনু নিগম মঞ্চ থেকে নেমে আসার সময় এক ব্যক্তি তাঁকে ধরে ফেলেন। আপত্তির পরে তিনি সোনু নিগম এবং তাঁর সঙ্গে থাকা আরও দু’জনকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিলেন। সেই দু’জনের মধ্যে একজন আহত হন। অভিযুক্তের নাম স্বপ্নিল ফাতেরপেকর।” এই ঘটনায় স্বভাবতই মুখ পুড়ল উদ্ধব শিবিরের। ইতিমধ্যেই সেনার প্রতীক ও নাম নিয়ে লড়াইয়ে বিধ্বস্ত সেই দল। তার মধ্যে এই গণ্ডগোল।
এদিকে উদ্ধবপন্থী নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, স্থানীয় বিধায়কের ছেলে সোনু নিগমের সঙ্গে সেলফি তোলার জন্য অনুষ্ঠান শেষে তাঁর কাছে যান। তবে সোনু নিগমের দেহরক্ষী তাঁর পরিচয় না জেনে তাঁকে যেতে বাধা দেয়। পরে দেহরক্ষী ও বিধায়কের ছেলের মধ্যে সামান্য হাতাহাতির জেরে এক বা দু’জন মঞ্চ থেকে পড়ে যান। তিনি আরও বলেন, “এদিকে, বিধায়কের মেয়ে তথা বিএমসির প্রাক্তন কর্পোরেটর এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং তাঁদের থামিয়ে দেওয়া হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুতরাং এটি কোনও হেনস্থা নয়।”