Delhi Liquor Scam: কেসিআর-কন্যা কে কবিতাকে গ্রেফতার করল ইডি: সূত্র

Soumya Saha |

Mar 15, 2024 | 7:41 PM

ED Arrested K Kavitha: বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে গ্রেফতার করেছে ইডি, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। শুক্রবার সন্ধেতেই তাঁকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সর্বশেষ আপডেট অনুযায়ী, তাঁকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। কেসিআর কন্যা কবিতা তেলঙ্গানার এক অতি পরিচিত রাজনৈতিক মুখ ও তেলঙ্গানা বিধান পরিষদের সদস্যও।

Delhi Liquor Scam: কেসিআর-কন্যা কে কবিতাকে গ্রেফতার করল ইডি: সূত্র
কে কবিতা ও কে চন্দ্রশেখর রাও
Image Credit source: Twitter

Follow Us

হায়দরাবাদ: দিল্লির আবগারি মামলায় বড় মোড়। বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে গ্রেফতার করেছে ইডি, সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। শুক্রবার সন্ধেতেই তাঁকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং সর্বশেষ আপডেট অনুযায়ী, তাঁকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। কেসিআর কন্যা কবিতা তেলঙ্গানার এক অতি পরিচিত রাজনৈতিক মুখ ও তেলঙ্গানা বিধান পরিষদের সদস্যও। প্রসঙ্গত, দিল্লির আবগারি মামলায় গত বছরেই কে কবিতাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। কিন্তু চলতি বছরে দু’বার ইডির তলব এড়িয়েছেন তিনি। সামনেই যখন লোকসভা নির্বাচন, তার আগে এই গ্রেফতারি বিআরএস শিবিরের জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, শুক্রবারই হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় কে কবিতার বাসভবনে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল। আজ দুপুরে কেসিআর-কন্যার বাসভবনের সামনে এসে থামে ইডির তিটি গাড়ি। কে কবিতার নিরাপত্তাকর্মীদের বাইরে অপেক্ষা করার জন্য বলা হয় এবং বাসভবনের সব কর্মীর মোবাইলও জমা নিয়ে রাখা হয় বলে সূত্রের খবর। এরপর বেশ কয়েক ঘণ্টা ধরে তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ পর্বের পর শেষে সন্ধেয় গ্রেফতার করা হয় কেসিআর কন্যা কে কবিতাকে।

প্রসঙ্গত, তেলঙ্গানায় এবার নতুন কংগ্রেস সরকার গঠন হয়েছে। আজই সেই নবগঠিত কংগ্রেস সরকারের ১০০তম দিন। আর এই দিনেই দিল্লির আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন কেসিআর কন্যা। উল্লেখ্য, এর আগে ইডির তরফে দাবি করা হয়েছিল সাউথ গ্রুপ নামে এক সংস্থার সঙ্গে যুক্ত কে কবিতা, যে গোষ্ঠীর এই আবগারি দুর্নীতিতে বড় ভূমিকা রয়েছে বলে সন্দেহ কেন্দ্রীয় এজেন্সির। এই মামলায় একাধিক আপ নেতারও নাম জড়িয়েছে।

Next Article