One Nation, One Election: ভেঙে দেওয়া হবে সরকার, কবে বাস্তবায়িত হবে ‘এক দেশ, এক নির্বাচন’? মিলল বড় আপডেট

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 14, 2024 | 11:59 AM

One Nation, One Election: কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর চলতি শীতকালীন অধিবেশনেই সংসদে পেশ হতে পারে "এক দেশ, এক নির্বাচন বিল"। যদিও শুক্রবার, বিজনেস অ্যাডভাইসরি কমিটির (Business Advisory Committee) বৈঠকে এই বিল পেশ নিয়ে কোনও আলোচনা হয়নি।

One Nation, One Election: ভেঙে দেওয়া হবে সরকার, কবে বাস্তবায়িত হবে এক দেশ, এক নির্বাচন? মিলল বড় আপডেট
ফাইল চিত্র।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: মন্ত্রিসভায় পাশ হয়েছে ‘এক দেশ , এক নির্বাচন’ প্রস্তাবনা। চলতি শীতকালীন অধিবেশনেই পেশ হতে পারে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। তবে কি শীঘ্রই বাস্তবায়ন হবে এক দেশ, এক নির্বাচন? খবর বলছে, বিল পাশ হলেও, এক দেশ, এক নির্বাচন বাস্তবায়ন হতে ঢের দেরি। সূত্রের খবর, প্রস্তাবনা অনুযায়ী ২০৩৪ সালের আগে বাস্তবায়িত হচ্ছে না ‘এক দেশ, এক নির্বাচন’।

খসড়া বিলের প্রস্তাব অনুযায়ী, লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ‘এক দেশ, এক নির্বাচনের’ তারিখ (Appointed date) নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করবেন। অর্থাৎ ২০২৯ সালে লোকসভা নির্বাচনের পর নতুন সরকার গঠন হলেই তা সম্ভব। এর পরবর্তী পাঁচ বছরে সমান্তরাল নির্বাচনের পরিকাঠামোগত প্রস্তুতি চলবে।

সেক্ষেত্রে ২০২৯ সালের পর যে যে রাজ্যের বিধানসভার নির্বাচন হবে, ২০৩৪-এর লোকসভা ভোটের সময় সেই সরকার ভেঙে দেওয়া হবে। লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভার পরবর্তী পাঁচ বছরের জন্য সমান্তরাল নির্বাচন হবে।

যদি কোন বিধানসভা বা লোকসভা মেয়াদ শেষের আগেই ভেঙে যায়, তাহলে অন্তর্বর্তীকালীন নির্বাচনে গঠিত সরকারের মেয়াদ অবশিষ্ট সময়ের জন্যই থাকবে।

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর চলতি শীতকালীন অধিবেশনেই সংসদে পেশ হতে পারে “এক দেশ, এক নির্বাচন বিল”। যদিও শুক্রবার, বিজনেস অ্যাডভাইসরি কমিটির (Business Advisory Committee) বৈঠকে এই বিল পেশ নিয়ে কোনও আলোচনা হয়নি।

বিরোধীদের দাবি, আপাতত সংসদে এই বিল পেশ করা হলেও বিস্তারিত পর্যালোচনার জন্য বিল স্ট্যান্ডিং কমিটিতে পাঠাতে হবে।

Next Article