নয়া দিল্লি: সোমবার রাজধানীতে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির একটি বৈঠক ছিল। দেশের বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় প্লাস্টিক দূষণ সমস্যা মোকাবিলা নিয়ে আলোচনা ছিল। এই পর্যালোচনা বৈঠকে বাংলা-সহ বিভিন্ন রাজ্যের একাধিক জেলার জেলাশাসকদের থাকার কথা ছিল। মুর্শিদাবাদের জেলাশাসকেও থাকতে বলা হয়েছিল বৈঠকে। কিন্তু সূত্রের খবর সোমবারের বৈঠকে গরহাজির ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক। পরিবর্তে অতিরিক্ত জেলাশাসক যোগ দিয়েছিলেন বৈঠকে। সূত্রের খবর, বৈঠকে জেলাশাসকের বদলে অতিরিক্ত জেলাশাসককে উপস্থিত থাকতে দেখেই বেশ বিরক্ত হয়েছেন সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীররঞ্জন চৌধুরী। সেই কারণে সংসদের পিএসির বৈঠক থেকে অতিরিক্ত জেলাশাসককে বেরিয়ে যেতে বলা হয়েছে বলেও সূত্রের খবর।
উল্লেখ্য, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি হল সংসদীয় রাজনীতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটির চেয়ারম্যানের পদ হল একটি সাংবিধানিক পদ। বর্তমানে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন। রাজধানী থেকে বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, সোমবার প্লাস্টিক দূষণ সংক্রান্ত বিষয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন না মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র। সেই জায়গায় এডিএমকে পাঠানো হয়েছিল বৈঠকের জন্য। কিন্তু অতিরিক্ত জেলাশাসক বৈঠকে যোগ দেওয়ার জন্য কমিটির থেকে আগাম অনুমতি নেননি বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।
সূত্রের খবর, আজ বিষয়টি দেখে বেশ বিরক্ত হয়েছেন অধীর চৌধুরী। নিয়ম বহির্ভূতভাবে বৈঠকে যোগ দেওয়ায় মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসককে তিনি বৈঠক থেকে বেরিয়ে যেতে বলেছেন বলে জানা যাচ্ছে। সূত্রের দাবি, আজকের ঘটনা নিয়ে মুর্শিদাবাদের জেলাশাসকের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিস পাঠাতে পারে পিএসি। এদিকে বিষয়টি নিয়ে মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অতিরিক্ত জেলাশাসককে বের করে দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। তবে অতিরিক্ত জেলাশাসক বৈঠকে যোগ দেবেন, এই মর্মে সংশ্লিষ্ট দফতরে আগাম জানানো হয়েছিল।