Opposition Meeting: বদলে যাবে UPA-র নাম? লোকসভা নির্বাচনের আগেই গুরুত্বপূর্ণ বৈঠক

Sudeshna Ghoshal | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 17, 2023 | 10:50 PM

Opposition Meeting: ২৪-এর লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য একটি সাব-কমিটি তৈরি হতে পারে বলেও জানা গিয়েছে। বিরোধীরা একযোগে কী কী কর্মসূচি করবে, তা ঠিক করবে ওই সাব কমিটি।

Opposition Meeting: বদলে যাবে UPA-র নাম? লোকসভা নির্বাচনের আগেই গুরুত্বপূর্ণ বৈঠক
বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ (ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স) নামে পরপর দুবার সরকার গঠন করেছিল। মনমোহন সিং-কে প্রধানমন্ত্রীর আসনে রেখে তৈরি হয়েছিল ইউপিএ-১ ও ইউপিএ-২। এবার ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বদলে যেতে পারে সেই জোটের নাম। বদলে যেতে পারে ইউপিএ নামটি। কর্নাটকে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আমন্ত্রণে দুদিনের বৈঠকে একজোট হয়েছে বিরোধী দলগুলি। বৈঠকের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার সেই নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সব দলের সঙ্গে কথা বলেই এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে কী নিয়ে আলোচনা হবে, সে প্রসঙ্গে মুখ খুলতে চাননি কংগ্রেস নেতা। তিনি শুধু এটুকু বলেন, কংগ্রেস একা কোনও সিদ্ধান্ত নেবে না।

সোমবার বিজেপি বিরোধী দলগুলির প্রতিনিধিরা বেঙ্গালুরুতে নৈশভোজে যোগ দিয়েছিলেন। সেখানে যে ইতিবাচক আলোচনা হয়েছে, তা নেতা-নেত্রীদের কথায় স্পষ্ট। সূত্রের খবর, দ্বিতীয় দিনের বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে কথা হবে। রাজ্যগুলির ভিত্তিতে কীভাবে আসন ভাগ হবে, তা নিয়ে কথা হবে বলে জানা গিয়েছে। ২৪-এর লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য একটি সাব-কমিটি তৈরি হতে পারে বলেও জানা গিয়েছে। বিরোধীরা একযোগে কী কী কর্মসূচি করবে, তা ঠিক করবে ওই সাব কমিটি।

জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠকের শুরুতেই বক্তব্য পেশ করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। আগামিদিনে ইভিএম সহ একাধিক ইস্যু নিয়ে বিরোধীরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারে বলেও মনে করা হচ্ছে।

সিদ্ধারামাইয়ার আমন্ত্রণে সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরীবাল, লালু প্রসাদ যাদব, মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এম কে স্টালিন,  মমতা বন্দ্য়োপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, নীতীশ কুমার প্রমুখ। এদিনের বৈঠক থেকে বেরিয়ে মমতা জানিয়েছেন, বৈঠক খুব ভাল হয়েছে। এর আগে বিহারেও বিরোধী দলগুলির একটি বৈঠক হয়েছে।

Next Article