India-Pakistan Ceasefire: শুরু হল সংঘর্ষ বিরতি, পাকিস্তানকে কি সিন্ধুর জল দেবে ভারত?
Indus Water Treaty: সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে অবস্থান, তা নিয়ে কোনওরকম আপোষ করা হবে না।

নয়া দিল্লি: পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছে। তবে সেই সংঘর্ষবিরতি শর্তসাপেক্ষে। সূত্রের খবর এমনটাই। পাকিস্তানই সংঘর্ষ বিরতির উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। তারাই ভারতে প্রথম ফোন করে।
সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রের তরফে জানানো হয়েছে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হলেও, তা শর্তসাপেক্ষ। এই সংঘর্ষ বিরতির জন্য সিন্ধু জল চুক্তি নিয়ে ভারত যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে কোনও পরিবর্তন আসবে না। অর্থাৎ ভারত-পাকিস্তানের মধ্যে আপাতত সিন্ধু জলচুক্তি স্থগিতই থাকবে।
সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের যে অবস্থান, তা নিয়ে কোনওরকম আপোষ করা হবে না। আরও জানা গিয়েছে, ভারত পাকিস্তানের প্রস্তাবে সংঘর্ষ বিরতিতে রাজি হলেও, কূটনৈতিক স্তরে যে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল, তা অপরিবর্তিত থাকবে।
সেই অনুযায়ী, ভারত যেমন সিন্ধু জলচুক্তি স্থগিত রাখবে, তেমনই পাকিস্তানের নাগরিকদের আপাতত ভারতে ভিসাও দেওয়া হবে না। বন্ধ থাকবে সীমান্ত। স্থগিত বাণিজ্যও। ভারতের বন্দর ও আকাশপথও ব্যবহার করতে পারবে না পাকিস্তান।
এ দিন সংঘর্ষ বিরতি ঘোষণার সময়ই বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান যে দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন বা ডিজিএমও ভারতের ডিজিএমও-কে ফোন করেন এবং সংঘর্ষ বিরতির জন্য আর্জি জানান। ভারত সেই প্রস্তাবে রাজি হয়। আজ, শনিবার বিকাল পাঁচটা থেকে স্থল, জল, আকাশপথে সংঘর্ষ বন্ধ থাকবে। আগামী ১২ তারিখ দুপুর ১২টা নাগাদ দুই দেশের ডিজিএমও ফের কথা বলবেন।

