পটনা: এ যেন ছেলেখেলা। সামনেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগেই ভাঙছে-গড়ছে জোট। বিজেপিকে হারাতে ২৬টি বিরোধী দল মিলে তৈরি হয়েছিল ইন্ডিয়া জোট (INDIA Alliance)। ওই জোটের কাণ্ডারী ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার (Nitish Kumar)। নির্বাচন এগিয়ে এসেছে, এই সময়ে জোটের হাত শক্ত করার বদলে নিজেই শিবির বদল করছেন নীতীশ। মহাগঠবন্ধন জোট ছেড়ে তিনি ফের যোগ দিচ্ছেন বিজেপি শাসিত এনডিএ-তে। আজ, রবিবারই বিহারের মহা নাটকের যবনিকা পতন হতে পারে।
সূত্রের খবর, আজ সকালে পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করবেন নীতীশ কুমার। বৈঠক সেরেই তিনি যাবেন রাজ্যপালের কাছে। মুখ্যমন্ত্রী পদ থেকে সাময়িকভাবে ইস্তফা দেবেন নীতীশ। এরপরই তিনি এনডিএ শিবিরে যোগ দেবেন। মহাগঠবন্ধন জোট ভাঙিয়ে নিজের বিধায়কদের পাশাপাশি কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ককেও নিয়ে এনডিএ-তে যাবেন নীতীশ কুমার। সব কিছু ঠিক থাকলে রবিবার বিকেলেই আবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ কুমার।
২০২২ সালে নীতীশ কুমার যখন এনডিএ ছেড়ে বেরিয়ে আসেন, সেই সময় বিজেপি বলেছিল, নীতীশের জন্য জোটের দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। তবে দেড় বছর কাটতে না কাটতেই সেই বন্ধ দরজা আবার খুলে গিয়েছে। বিজেপির নেতারা নীতীশকে জোটে ফেরানো নিয়ে প্রথমে গাঁইগুঁই করলেও, রবিবার রাতেই তাদের থেকে সমর্থন পত্র সংগ্রহ করা হয়।
এনডিএ জোটের অন্যান্য শরিকদেরও রাজি করিয়েছে বিজেপি। শনিবারই এলজেপি প্রধান চিরাগ পাসওয়ানের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরপরই নীতীশ কুমারকে সমর্থন করতে রাজি হন চিরাগ। জিতেন রাম মাঝির দলও নীতীশ কুমারকে সমর্থন করতে রাজি।
অন্যদিকে, বিহার সংকটে কার্যত দিশেহারা ইন্ডিয়া জোট। শনিবার বারবার চেষ্টা করেও নীতীশ কুমারের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। বিহার পরিস্থিতি সামলাতে কংগ্রেসের তরফে দায়িত্ব দেওয়া হয়েছে ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে। আরজেডির তরফেও জানানো হয়েছে, খেলা এখনও বাকি রয়েছে। তবে নীতীশের এনডিএ-তে প্রত্যাবর্তন যে কেউ আটকাতে পারবে না, তা স্পষ্টতই বোঝা যাচ্ছে।