YouTuber: রাতের মুম্বইয়ে শ্লীলতাহানির শিকার বিদেশিনী, ধৃত ২

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 01, 2022 | 1:01 PM

বিদেশিনী ইউটিউবার ভিডিয়ো করতে-করতে একাকী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই সময় এক যুবক তাঁর হাত ধরে টেনে-হিঁচড়ে মোটরবাইকে তোলার চেষ্টা করছে। মুম্বইয়ের এই ঘটনার ভিডিয়ো বর্তমানে ভাইরাল।

YouTuber: রাতের মুম্বইয়ে শ্লীলতাহানির শিকার বিদেশিনী, ধৃত ২
মুম্বইয়ের রাস্তায় শ্লীলতাহানি বিদেশিনীর। ছবি সৌজন্য: টুইটার

Follow Us

মুম্বই: বাণিজ্যনগরীতে এক বিদেশিনীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। জানা গিয়েছে, মুম্বইয়ের রাতের রাস্তায় এক বিদেশি ইউটিউবার শ্লীলতাহানির শিকার হন দুই যুবকের হাতে। সেই ঘটনার ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা)। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ওই বিদেশিনী ইউটিউবার দক্ষিণ কোরিয়ার নাগরিক। বুধবার রাত ৮টা নাগাদ মুম্বইয়ের খার এলাকায় ভিডিয়ো করছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই দুই যুবকের শ্লীলতাহানির শিকার হন ওই ইউটিউবার। তাঁর ক্যামেরা ‘অন’ থাকায় পুরো ঘটনাটি ভিডিয়ো রেকর্ডিং হয়েছে। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তরুণী। সেই ভিডিয়োর প্রেক্ষিতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।

ভিডিয়োটিতে ঠিক কী দেখা যাচ্ছে?

রাত ৮টা নাগাদ ওই বিদেশিনী ইউটিউবার ভিডিয়ো করতে-করতে একাকী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। সেই সময় এক যুবক তাঁর হাত ধরে টেনে-হিঁচড়ে মোটরবাইকে তোলার চেষ্টা করছে। ওই যুবকের সঙ্গে আরেক যুবক ছিল। ওই বিদেশিনী তাদের বাধা দেওয়ার চেষ্টা করছেন এবং ‘নো নো’ বলে চিৎকার করছেন। তারপর ওই বিদেশিনী হেঁটে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই যুবকেরা ফের মোটরবাইক নিয়ে তাঁর পিছনে যায় আর বিদেশিনী হাত নেড়ে বাধা দেওয়ার চেষ্টা করেন।

 

ঘটনার পর ওই বিদেশিনী টুইটারে বিষয়টি জানিয়ে পুরো ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়ো পোস্টের কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হয় দুই অভিযুক্ত। ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তরা গ্রেফতার হওয়ায় মুম্বই পুলিশের প্রশংসা করেছে বিজেপি। তবে বাণিজ্যনগরীর মতো শহরে বিদেশি নাগরিকের নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্নের মুখে প্রশাসন।

Next Article