নয়া দিল্লি: সোমবার (১৫ অগস্ট) ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটারেরও বেশি উচ্চতায় উত্তোলন করা হল ভারতের জাতীয় পতাকা। এভাবেই মহাকাশের প্রান্তে তেরঙ্গা পাঠিয়ে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখল ‘স্পেস কিডজ ইন্ডিয়া’। এই ‘মহাকাশ চর্চা সংস্থা’ দেশে তরুণ বিজ্ঞানীদের তৈরি করার দাবি করে থাকে। এদিন এই সংস্থার পক্ষ থেকে, মাটি থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় ভারতের জাতীয় পতাকা তোলার একটি ভিডিও টুইট করা হয়েছে। সঙ্গের ক্যাপশনে তারা বলেছে, “অদূর মহাকাশে মাটি থেকে ৩০ কিলোমিটার উচ্চতায় ভারতের পতাকা উড়িয়ে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করা হচ্ছে।”
অদূর মহাকাশে এই জাতীয় পতাকা উত্তোলন ছিল ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অংশ। ভারত স্বাধীন হওয়ার ৭৫ বছর উপলক্ষ্যে গত মার্চে এই উৎসব শুরু করেছিল ভারত সরকার। ‘স্পেস কিডজ ইন্ডিয়া’ সংস্থা বলেছে, “এটা সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এবং ভারতবাসীদের গর্বের প্রতীক। দেশবাসী, প্রতিদিন দেশকে গর্বিত করার জন্য কঠোর সংগ্রাম করছেন।”
Celebrating 75 Years of Independence by unfurling the Indian Flag @ 30 km in Near Space.@PMOIndia @narendramodi @DrJitendraSingh@isro @INSPACeIND@mygovindia#AzadiKaAmritMahotsov#HarGharTiranga pic.twitter.com/4ZIJMdSZE6
— Space Kidz India (@SpaceKidzIndia) August 14, 2022
কয়েকদিন আগেই ইসরোর এসএসএলভি রকেটে করে ৭৫০ জন স্কুল ছাত্রীর তৈরি একটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল ‘স্পেস কিডজ ইন্ডিয়া’ সংস্থা। ‘আজাদিস্যাট’ নামে ওই স্যাটেলাইটটি অবশ্য ভুল কক্ষপথে স্থাপিত হওয়ায় শেষ পর্যন্ত এটি অব্যবহারযোগ্য হয়ে গিয়েছে। তবে তাতে সংস্থার কৃতিত্ব কমে না।
On Indian Independence eve I’m reminded of Indian diaspora that I could see from @Space_Station where my immigrant father’s home town of Hyderabad shines bright. @nasa is just 1 place Indian Americans make a difference every day. Looking forward to @IndianEmbassyUS celebration pic.twitter.com/4eXWHd49q6
— Raja Chari (@Astro_Raja) August 14, 2022
স্বাধীনতা দিবসের সকালে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতীয় পতাকার একটি ছবি শেয়ার করেন ভারতীয়-মার্কিন নভোশ্চর রাজা চারি। প্রায় ছয় মাস সেখানে ছিলেন তিনি। চলতি বছরের শুরুতেই স্পেসএক্স-এর এক মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে এসেছিলেন তিনি। ছবিটি টুইট করে এই ভারতীয়-মার্কিন নভোশ্চর লেখেন, “ভারতের স্বাধীনতার প্রাক্কালে আমি ভারতীয় প্রবাসীদের মনে করিয়ে দিতে চাই, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে দেখতে পাচ্ছি আমার অভিবাসী বাবার বাড়ি হায়দরাবাদ শহর উজ্জ্বল হয়ে আছে।”