India on OIC: হিজাব বিতর্কে ইসলামিক দেশগুলির বিবৃতিতে তীব্র প্রতিবাদ ভারতের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 15, 2022 | 10:26 PM

India on OIC: ভারত-বিরোধী অপপ্রচার চালানোর চেষ্টা করছে ইসলামিক দেশগুলি। এমনটাই মন্তব্য করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।

India on OIC: হিজাব বিতর্কে ইসলামিক দেশগুলির বিবৃতিতে তীব্র প্রতিবাদ ভারতের
ইসলামিক দেশগুলির মন্তব্যে ক্ষুব্ধ ভারত

Follow Us

কর্নাটক : হিজাব বিতর্কে ইসলামিক দেশগুলির তরফ থেকে যে মন্তব্য করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাল ভারত। ৫৭ সদস্যের অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশনের তরফ থেকে যে মন্তব্য করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সেখানে উল্লেখ করেছেন, ভারত সংবিধান মেনে সমস্যার সমাধান করছে। আর সেই ইস্যুতে এক বিভ্রান্তিকর বিবৃতি দেওয়া হয়েছে।

বিদেশ মন্ত্রকের তরফে এমনটাও বলা হয়েছে যে, অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশনের- এর সাম্প্রদায়িক মানসিকতা রয়েছে। আর সেই কারণেই বাস্তবটা মেনে নিতে পারে না তারা। ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালানোই সংগঠনের একমাত্র উদ্দেশ্য বলে উল্লেখ করা হয়েছে।

সোমবার ভারতে চলা হিজাব বিতর্ক নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশন। ধর্ম সংসদের ঘটনারও উল্লেখ করেছে তাতে। টুইট করে রাষ্ট্রসঙ্ঘকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে অর্গানাইজেশন অব ইসলামিক কর্পোরেশন। মানবাধিকারের প্রশ্নও তোলা হয়েছে। ভারতের কাছে আর্জি জানানো হয়েছে যাতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও ভালো থাকার দিকটাতে নজর দেয় ভারত।

উল্লেখ্য, হিজাব বিতর্কের সূত্রপাত কর্নাটকে। হিজাব বিতর্কের জেরে কর্নাটকে এক সপ্তাহ স্কুল বন্ধ ছিল। সোমবার নবম শ্রেণি পর্যন্ত স্কুল খুলেছে।

কিছুদিন আগেই পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছিলেন, হিজাবকে কেন্দ্র করে মুসলিম মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। নোবেলজয়ী মালালা ইউসুফজাই থেকে শুরু করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা পল পোগবা, সকলেই এই বিষয়ে মুখ খোলেন। আমেরিকার তরফেও কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে সমালোচনা করা হয়। এরপরই বিদেশ মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে দেশের অভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক মন্তব্যে স্বাগত জানানো হবে না।

কর্নাটকের উদুপিতে হিজাব পরিহিত পাঁচ ছাত্রীকে কলেজে প্রবেশ করতে না দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছিল, তা গোটা রাজ্যেই ছড়িয়ে পড়ে। এই বিষয়ে আন্তর্জাতিক মহলের মন্তব্য নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেন অরিন্দম বাগচী। তিনি বলেছিলেন, যাঁরা ভারত সম্পর্কে ভালোভাবে জানেন, তাঁরা বাস্তবতার সঠিক উপলব্ধি করতে পারবেন। তিনি টুইটে লিখেছিলেন, ‘কর্নাটকের শিক্ষা প্রতিষ্ঠানে পোশাকবিধি নিয়ে যে বিষয় তৈরি হয়েছে, তা কর্নাটক হাইকোর্টের অধীনে বিচারবিভাগীয় তদন্তের অন্তর্গত। আমাদের সাংবিধানিক পরিকাঠামো ও কার্যপদ্ধতি, এমনকি আমাদের গণতন্ত্রের নীতি ও বিশ্বাসও এমন একটি বিষয়, যা বিচার বিবেচনা করে সমাধান করা হয়। তাই যারা ভারত সম্পর্কে ভালভাবে জানেন, তারা সঠিক উপলব্ধি করতে পারবেন।’

আরও পড়ুন : IMA Kolkata Election: চিকিৎসকদের নির্বাচন ঘিরে নজিরবিহীন আক্রমণ! আরও বেআব্রু শান্তনু-নির্মল বিবাদ

Next Article