লখনউ: ফের পাথর পড়ল বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। এবার একেবারে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) গোরক্ষপুর-লখনউ চলন্ত বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছুড়ল দুষ্কৃতীরা। ঘটনায় সেমি হাইস্পিড বিলাসবহুল ট্রেনের জানলার কাচ ভেঙে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ২টি কোচ। মঙ্গলবার দুপুরে সোহাবল ও দেবরা কোট স্টেশনের মাঝে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্ক ছড়িয়েছে ট্রেনের যাত্রীদের মধ্যে।
রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ৫ মিনিটে গোরক্ষপুর থেকে যাত্রী নিয়ে লখনউয়ের দিকে রওনা দিয়েছিল ২২৫৪৯ বন্দে ভারত এক্সপ্রেস। ঘণ্টা দুয়েক পর ৮টা ৪০ মিনিট নাগাদ সোহাবল ও দেবরা কোট স্টেশনের মাঝে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ে বেশ কিছু দুষ্কৃতী। পাথরের আঘাতে ট্রেনের এগজিকিউটিভ ১ ও ৩ নম্বর কোচের জানলার কাচ ভেঙে যায়। আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা।
তবে ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া হলেও থামেনি বন্দে ভারত এক্সপ্রেস। কারা এভাবে চলন্ত বন্দে ভারত ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়ল, সে ব্যাপারে তদন্ত হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জুলাই গোরক্ষপুর-লখনউ বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা হয়। প্রতিদিনই সকাল ৬টা ৫মিনিটে গোরক্ষপুর থেকে লখনউয়ের উদ্দেশ্যে ছাড়ে এই ট্রেন। কিন্তু, যাত্রা শুরুর দু-দিনের মাথাতেই চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটল। যদিও বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে পশ্চিমবঙ্গে বহুবার পাথর হামলার মুখে পড়েছে হাওড়া-এনজেপি ও হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।