Visakhapatnam Sea: হঠাৎ পিছিয়ে যাচ্ছে বিশাখাপত্তনমের সমুদ্র, কোন বিপদের পূর্বাভাস এটা?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 06, 2024 | 10:15 AM

Andhra Pradesh: বিগত তিন-চার দিন ধরেই অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমের সমুদ্র সৈকত পিছিয়ে যাচ্ছে। প্রতিদিনই দেখা যাচ্ছে, সমুদ্র সৈকত আগের থেকে আরও কিছুটা পিছিয়ে যাচ্ছে। সাধারণত, পূর্ণিমা ও অমাবস্য়ায় জোয়ার-ভাঁটার কারণে সমুদ্রের অবস্থান কিছুটা পরিবর্তন হয়। কিন্তু তা এতটা নয়।

Visakhapatnam Sea: হঠাৎ পিছিয়ে যাচ্ছে বিশাখাপত্তনমের সমুদ্র, কোন বিপদের পূর্বাভাস এটা?
বিশাখাপত্তনমের সমুদ্র।
Image Credit source: Facebook

Follow Us

বিশাখাপত্তনম: হঠাৎ ফাঁকা সমুদ্র সৈকত। ঢেউ যেন পাড়ে এসে পৌঁছচ্ছেই না। যে ঢেউ উঠছে, তার উচ্চতা বিশাল। ভয়ে কাঁটা সাধারণ মানুষ। হঠাৎ কী হচ্ছে সমুদ্রে? জানা গিয়েছে, আচমকাই পিছিয়ে গিয়েছে বিশাখাপত্তনমের সমুদ্র (Visakhapatnam Sea)। বালির তট চওড়া হচ্ছে, ঢেউ এসে পৌঁছচ্ছে না পাড়ে। এত দিন যে অংশ সমুদ্রের নীচেই থাকত, তাও দেখা যাচ্ছে। কিন্তু এমন হল কেন?

জানা গিয়েছে, বিগত তিন-চার দিন ধরেই অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনমের সমুদ্র সৈকত পিছিয়ে যাচ্ছে। প্রতিদিনই দেখা যাচ্ছে, সমুদ্র সৈকত আগের থেকে আরও কিছুটা পিছিয়ে যাচ্ছে। সাধারণত, পূর্ণিমা ও অমাবস্য়ায় জোয়ার-ভাঁটার কারণে সমুদ্রের অবস্থান কিছুটা পরিবর্তন হয়। কিন্তু তা এতটা নয়। বিশাখাপত্তনমে প্রায় ১০০ মিটার সমুদ্র পিছিয়ে গিয়েছে। 

মৎসজীবীরা জানিয়েছেন, বিগত তিন-চারদিন ধরেই এই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মাঝ সমুদ্রে যে ঢেউ উঠছে, তা বিশালাকার। আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক। সকলের মনেই ভয়, এটা সুনামির পূর্বাভাস নয়তো? অনেকের আবার দাবি, জাপানের ভূমিকম্পের কারণে সমুদ্র পিছিয়ে গিয়েছে।

যদিও মৌসম ভবনের প্রাক্তন অধ্যাপক রমেশ জানিয়েছেন, জাপানের ভূমিকম্পের সঙ্গে বিশাখাপত্তনমের সমুদ্র পিছিয়ে যাওয়ার কোনও কারণ নেই। সমুদ্রে কোনও পরিবর্তন হলে তার প্রভাব সমুদ্রের পাড়েও পড়ে। সম্প্রতি হয়তো সমুদ্রে কোনও পরিবর্তন এসেছে, যার প্রভাবে বিশাখাপত্তনমে সমুদ্র সৈকত পিছিয়ে গিয়েছে।

Next Article