Sukanta Majumdar: ভোটার লিস্ট থেকে হিন্দুদের নাম বাদ দিচ্ছে TMC, অভিযোগ নিয়ে শাহী দরবারে ছুটলেন সুকান্ত
Sukanta Majumdar: রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ভুয়ো ভোটারের নামে আদতে হিন্দিভাষী ও হিন্দু বাঙালি ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। এবার এই অভিযোগ নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছে গেলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

নয়া দিল্লি: ‘ভুয়ো’ ভোটার ধরতে যখন বাড়ি-বাড়ি ছুটছেন তৃণমূল নেতারা। সেই সময় বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ভুয়ো ভোটারের নামে আদতে হিন্দিভাষী ও হিন্দু বাঙালি ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে। এবার এই অভিযোগ নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে পৌঁছে গেলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
সোমবার শুভেন্দু অধিকারী দাবি করেছেন, গত ২৭ ফেব্রুয়ারি থেকে এই ভোটারদের নাম কাটা শুরু হয়েছে। তিনি বলেছেন, “ভোটার তালিকায় হিন্দুদের নাম কেটে দেওয়া হচ্ছে।” তাঁর এও দাবি, একাংশ বিডিও (বাগদা,কৃষ্ণনগর) তাঁরা এই কাজ করছেন। এই ইস্যুকে হাতিয়ার করেছেন সুকান্ত। তবে তিনি বিষয়টিকে তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রীর দরবারে। দীর্ঘক্ষণ এই ইস্যুতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সূত্রের খবর, কথা হয়েছে বাংলার সাংগঠনিক বিষয় নিয়েও।
সুকান্ত মজুমদার বলেছে”তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন এক ষড়যন্ত্র শুরু করেছে। নদিয়া সহ বিভিন্ন জেলায় এই ধরনের নোটিস হিন্দুদের পাঠানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে তাঁরা ভারতের নাগরিক নয়। এও বলা হচ্ছে, ওই সকল হিন্দুদের প্রমাণ করতে হবে তাঁরা ভারতের নাগরিক। এই মমতা বন্দ্যোপাধ্যায় এক বলেছিলেন বাংলায় যাঁরা বাস করেন তাঁরা সকলেই ভারতের নাগরিক। সিএএ-তে আবেদন করতে দেননি। বলেছিলেন, সিএএ-তে আবেদন করলে নাগরিকত্ব চলে যাবে। এখন তিনি এই ফাঁদে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিডিয়ো নোটিস পাচ্ছে হিন্দুদের যে তাঁরা ভারতের নাগরিক নয়। ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ দেওয়া হল।”





