Amit Shah: ভাঙড় সহ গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে কথা সুকান্তর

Bengal Panchayat Election: নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তপ্ত রাজ্য। ভাঙড় সহ একাধিক জায়গায় অশান্তির ঘটনা। তিনজনের মৃত্যুর খবরও সামনে এসেছে।

Amit Shah: ভাঙড় সহ গোটা রাজ্যের পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে কথা সুকান্তর
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 5:54 PM

কলকাতা : মনোনয়ন পেশকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিকেলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে অমিত শাহের কথা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে সন্ত্রাসের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। বৃহস্পতিবারই নির্বাচন কমিশনেও যাচ্ছে বিজেপির প্রতিনিধি দল।

গত মঙ্গলবার থেকেই ভাঙড়ের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। চলছে বোমাবাজি, চালানো হয়েছে গুলিও। বৃহস্পতিবার মনোনয়ন পেশের শেষ দিনে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। চারপাশে ধোঁয়া, বারুদের গন্ধে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে দেখা যায়নি বলেও অভিযোগ। এদিনই অমিত শাহকে ফোন করেন সুকান্ত মজুমদার।

অন্যদিকে, রাজ্যের পরিস্থিতি নিয়ে সরব হয়েছে কেন্দ্রীয় তপশিলি কমিশন। কমিশনের চেয়ারপার্সন অরুণ হালদারের দাবি, এ রাজ্যের সন্ত্রাসে সবথেকে বেশি আক্রান্ত তপশিলি জাতির মানুষ। সে কারণে কমিশনের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস দেওয়া হবে বলেও জানানো হয়েছে। শুক্রবার রাজ্যে আসছে তপশিলি কমিশনের প্রতিনিধি দল।