অযোধ্যা: মন্দির উদ্বোধন করে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে ইতিমধ্যেই। এবার সূর্য অভিষেকের পালা। সূর্যের রশ্মি সোজা প্রবেশ করবে রাম মন্দিরের গর্ভগৃহে, স্পর্শ করবে রামলালার কপাল। সেই মাহেন্দ্রক্ষণের আর খুব বেশি দেরি নেই। আসন্ন রামনবমীতেই সেই অভিষেক সেরে ফেলতে চাইছে মন্দির কর্তৃপক্ষ। গবেষণা চলছে অনেকদিন ধরেই। রুর্কি থেকে অযোধ্যায় নিয়ে যাওয়া হয়েছে বিশেষজ্ঞদের। চলছে দফায় দফায় বৈঠক। পুরো পরিকল্পনা বাস্তবায়িত করতে কাজ চলছে পুরোদমে।
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে রামনবমীর অনুষ্ঠান। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। তারই মধ্যে করা হবে এই অনুষ্ঠান। রুর্কির সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট বা সিবিআরআই-এর তরফ থেকে বিশেষজ্ঞরা গিয়েছেন অযোধ্যায়। তবে তাঁরা কথা দিতে পারছেন না যে পুরো বিষয়টা রাম নবমীতেই করা সম্ভব হবে কি না।
পরিকল্পনা হল, রামনবমীর দিন দুপুর ঠিক ১২ টায় গর্ভগৃহে প্রবেশ করবে সূর্যের আলো। গত ৯ মার্চ এই বিষয়ে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন সিবিআরআই-এর ডিরেক্টর প্রদীর কুমার রামচন্দ্র ও অধ্যাপক দেবদূত ঘোষ। কীভাবে প্রস্তুতি চলছে, সে ব্যাপারে আলোচনা করেন তাঁরা।
জানা গিয়েছে উচ্চমানের আয়না লাগানো হচ্ছে মন্দিরে। দুটি আয়না লাগানো হচ্ছে প্রথম তলায়, আরও দুটি লাগানো হবে দ্বিতীয় তলে। গবেষকরা আরও বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে দীপোৎসব উপলক্ষে অযোধ্যায় গিয়ে এই ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ট্রাস্টকে পরামর্শ দিয়েছিলেন, যাতে এমনভাবে মন্দির তৈরি করা হয় যে কোনারকের সূর্য মন্দিরের মতো রামলালার গর্ভগৃহেও সরাসরি প্রবেশ করতে পারে সূর্যের রশ্মি।