নয়াদিল্লি: চিফ অব আর্মি স্টাফ জেনারাল মনোজ পাণ্ডের এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেখা যাবে টিভি৯ ভারতবর্ষ চ্যানেলে। টিভি৯ নেটওয়ার্কের এই চ্যানেলে শীঘ্রই তা দেখানো হবে। ভারতীয় সেনাপ্রধানের এই সাক্ষাৎকার নিশ্চিতভাবে গোটা ভারতবাসীর কাছে আকর্ষণের বিষয় হতে চলেছে। ইতিমধ্যেই এই সাক্ষাৎকার নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। সাধারণত সেনা বাহিনীর অফিসাররা খুব একটা সংবাদমাধ্যমের মুখোমুখি হন না। নিজেদের কাজের গোপনীয়তার জন্যই সেনার অনেক তথ্যই সামনে আনা হয় না। কিন্তু সেনার প্রতি দেশবাসীর শ্রদ্ধা প্রশ্নাতীত। তাই সেনাবাহিনীর প্রধান যখন দেশের প্রতিরক্ষা, সামরিক কৌশলের মতো বিভিন্ন বিষয়ে কোনও বক্তব্য রাখেন তা নিয়ে জনতার মধ্যে উন্মাদনা তৈরি হওয়াটাই স্বাভাবিক।
তবে শুধু চিফ অব আর্মি স্টাফের সাক্ষাৎকারই নয়। আগামী দিনে ধারাবাহিক ভাবে টিভি৯ ভারতবর্ষ তুলে ধরবে সেনাবাহিনীর বিভিন্ন খবর। সেই সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংক্রান্ত বিভিন্ন কভারেজও বিস্তারিত দেখানো হবে।
Coming soon @TV9Bharatvarsh
Chief of the Army Staff
General Manoj Pande
Stay tune to watch #SuperExclusive Interview & In-depth coverage from #LOC.
Teaser-1@NorthernComd_IA pic.twitter.com/lYyRznQdKT
— Sumit Chaudhary (@SumitDefence) September 29, 2023
চিফ অব আর্মি স্টাফ হিসাবে জেনারাল মনোজ পাণ্ডে দায়িত্ব নিয়েছেন ২০২২ সালের ৩০ এপ্রিল। এর আগে এই দায়িত্বে ছিলেন জেনারাল মনোজ মুকুন্দ নরভানে এবং তারও আগে ছিলেন জেনারাল বিপিন রাওয়াত।