নয়া দিল্লি: প্রসন্ন রায়ের জামিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। কেন এখনও ‘রাঘব বোয়াল’দের ছুঁয়ে দেখা হল না, এদিন কার্যত সে প্রশ্নের মুখেই পড়ে সিবিআই। দেশের শীর্ষ আদালত প্রশ্ন করে, যাঁদের জন্য টাকা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সিবিআইয়ের বক্তব্য, কয়েকজন রাজ্য সরকারি কর্মচারীকে চিহ্নিত করা হয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে তদন্তের অনুমতি রাজ্য সরকারের থেকে এখনও পাওয়া যায়নি।
নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সুপ্রিম কোর্টে জামিন পান প্রসন্ন রায়। নিয়োগ দুর্নীতিতে তিনি তদন্তকারীদের খাতায় ‘মিডলম্যান’ হিসাবেই পরিচিত। গত বছর তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই প্রসন্নের কর্মজীবন শুরু হয়েছিল একজন রঙের মিস্ত্রি হিসাবে। তাঁকে সিবিআই যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে, তখন তিনি কয়েক কোটি টাকার মালিক বলে দাবি করেছিল তদন্তকারী সংস্থা। এমনও শোনা গিয়েছিল, তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।
সেই প্রসন্ন এদিন সুপ্রিম কোর্টে জামিন পান। আর সেই জামিন মামলার শুনানি চলাকালীন প্রশ্নের মুখে পড়তে হয় সিবিআইকে। এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস হোক বা বিচারপতি অমৃতা সিনহার এজলাস, কেন দুর্নীতির মাথাদের এখনও ধরা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন করা হয় সিবিআইকে। এবার সে প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টেও।