‘সিনিয়র আইনজীবীর সঙ্গে বসুন ডিভিশন বেঞ্চে’, হাইকোর্টের বিচারপতিকে বলল সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পর্দিওয়ালা, বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে ছিল শুনানি। এলাহবাদ হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমারের নির্দেশ নিয়েই মামলাটি হয়েছিল।

নয়া দিল্লি: এলাহবাদ হাইকোর্টের একটি অর্ডারে আপত্তি জানাল সুপ্রিম কোর্ট। এমনকী হাইকোর্টের বিচারপতির অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। ওই বিচারপতির কাছে যাতে কোনও অপরাধের মামলা না যায়, সেই নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত।
গত ৪ অগস্ট এলাহবাদ হাইকোর্ট একটি নির্দেশ দেয়। আদালত অপরাধের মামলাটি খারিজ করতে আপত্তি জানিয়েছে আদালত। মামলাটি শুনতে গিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, “হাইকোর্টের বিচারপতিকে কোনও ডিভিশন বেঞ্চে কোনও সিনিয়র আইনজীবীর সঙ্গে বসা উচিত।” ওই মামলাটি যাতে হাইকোর্টের অন্য কোনও বিচারপতির কাছে আবার শুনানি হয় , সেই নির্দেশই দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পর্দিওয়ালা, বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে ছিল শুনানি। এলাহবাদ হাইকোর্টের বিচারপতি প্রশান্ত কুমারের নির্দেশ নিয়েই মামলাটি হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ৪০৬ নম্বর সেকশন অনুযায়ী একটি নোটিস দেওয়া হয়েছিল। সেটির বিরোধিতা করেই ওই মামলা হয়।
মামলাটির সূত্রপাত এক টেক্সটাইল সংস্থার অভিযোগকে ঘিরে। আবেদনকারীর বিরুদ্ধে অভিযোগ করেছিল তারা। তাদের দাবি ছিল, ৭,২৩,৭১১ টাকার সুতো বিক্রি করে কোনও টাকা পায়নি ওই সংস্থা। সেই অভিযোগের ভিত্তিতে আবেদনকারীকে সমন পাঠানো হয়। আবেদনকারী যখন আদালতে যায়, তখন নোটিস খারিজ করা যাবে না বলে উল্লেখ করে আদালত। হাইকোর্ট মনে করে, সিভিল সুট ঠিক নয়।
