Jitendra Tiwari: রাজ্যের বাইরে কেন গ্রেফতার জিতেন্দ্র? জবাব চাইল সুপ্রিম কোর্ট

Sudeshna Ghoshal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 20, 2023 | 3:08 PM

Jitendra Tiwari: নয়ডা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে 'কিডন্যাপ' করেছে রাজ্য পুলিশ। এই মর্মে আদালতে অভিযোগ দায়ের করেন জিতেন্দ্রর আইনজীবীর। সেই গ্রেফতারি নিয়ে এবার রাজ্যের জবাব চাইল শীর্ষ আদালত।

Jitendra Tiwari: রাজ্যের বাইরে কেন গ্রেফতার জিতেন্দ্র? জবাব চাইল সুপ্রিম কোর্ট
জিতেন্দ্র তিওয়ারি

Follow Us

দিল্লি: সম্প্রতি কম্বল বিতরণ কাণ্ডে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। রাজ্য় পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। কিন্তু এবার সেই গ্রেফতারিতে হস্তক্ষেপ শীর্ষ আদালতের। বিজেপি নেতার গ্রেফতারি নিয়ে রাজ্যের জবাব চাইল সুপ্রিম কোর্ট। নয়ডা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে ‘কিডন্যাপ’ করেছে রাজ্য পুলিশ। এই মর্মে আদালতে অভিযোগ দায়ের করেন জিতেন্দ্রর আইনজীবীর। সেই গ্রেফতারি নিয়ে এবার রাজ্যের জবাব চাইল শীর্ষ আদালত।

সোমবার বিজেপি নেতার আইনজীবী পি এস পাটোয়ালিয়া সুপ্রিম কোর্টে সওয়াল করেন। এরপর রাজ্য সরকারকে নোটিস দেওয়া হয়। সংশ্লিষ্ট ওই নোটিসে রাজ্যের কাছ থেকে শীর্ষ আদালত জানতে চেয়েছে, কী কারণে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করা হয়েছে? কেনই বা রাজ্যের বাইরে নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে? এখানেই শেষ নয়, পাশাপাশি শীর্ষ আদালতের তরফে আসানসোল পৌরসভার দুই পৌরপিতা গৌরব গুপ্তা এবং তেজ প্রতাপ সিংয়ের সম্ভাব্য গ্রেফতারির উপরে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত।

এই বিষয়ে বিজেপি নেতা তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এটা প্রতিহিংসার রাজনীতি। কয়েকদিন আগে চিড়ে উৎসব হয়েছিল। সেখানেও মানুষ মারা গিয়েছিলেন। যে কাউন্সিলর বা চেয়ারম্যান এই চিড়ে উৎসবের আয়োজন করেছিলেন তাঁকে কিন্তু গ্রেফতার করা হয়নি। তাহলে একই যাত্রায় পৃথক ফল কেন হচ্ছে? কেন চিড়ে উৎসব যাঁরা আয়োজন করেছিলেন তাঁদেরকে গ্রেফতার করা হল না?”

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোলে কম্বল বিতরণ ঘিরে এক কর্মসূচিতে পদপিষ্ট তিনজনের মৃত্যু হয়েছিল। ওই অনুষ্ঠানে উদ্যোক্তা ছিলেন জিতেন্দ্রর স্ত্রী চৈতালি তিওয়ারি। এই ঘটনায় জিতেন্দ্র তিওয়ারি, চৈতালি তিওয়ারি সহ আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। এরপর উত্তর প্রদেশের নয়ডা থেকে জিতেন্দ্রকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। যদিও আসানসোলের প্রাক্তন মেয়রের দাবি, তিনি কোনও অন্যায় করেননি, তিনি নির্দোষ।

Next Article