Supreme Court: ‘আপনাকে এখনি আদালত থেকে বার করে দেব’, মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলতেই ধমক CJI-এর

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 17, 2024 | 3:12 PM

RG Kar Case: আইনজীবী না থামায় প্রধান বিচারপতি রীতিমতো ধমক দেন। বলেন, "শুনুন আমার কথা। আই অ্যাম সরি... আমার কথা আগে শুনুন, নাহলে আদালত থেকে বের করে দেব।"

Supreme Court: আপনাকে এখনি আদালত থেকে বার করে দেব, মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বলতেই ধমক CJI-এর

Follow Us

নয়া দিল্লি: আরজি কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা করে সুপ্রিম কোর্ট। সেই মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে। রাজ্য সরকার, নির্যাতিতার পরিবার, আন্দোলনরত জুনিয়র ডাক্তার… সব পক্ষ মিলিয়ে কয়েক’শ আইনজীবী উপস্থিত থাকছেন শুনানিতে। চিকিৎসকদের নিরাপত্তা, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা, তিলোত্তমার বিচার সহ একাধিক ইস্যু নিয়ে মঙ্গলবার চলছিল সওয়াল-জবাব। এরই মধ্যে হঠাৎ উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি।

শুনানি শেষের দিকে। হঠাৎ জনৈক আইনজীবী কিছু বলে ওঠেন। তাঁকে থেমে যেতে বলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বারবার বলতে থাকেন, ‘স্যর, এক সেকেন্ড, স্যর, এক সেকেন্ড।’ কিন্তু আইনজীবী বলতেই থাকেন। তাঁকে থামাতে গিয়ে সুর চড়ান প্রধান বিচারপতি।

“এটা কোনও রাজনৈতিক ফোরাম নয়। আপনি একজন বারের সদস্য। আপনি কোনও রাজনৈতিক দল সম্পর্কে কী মনে করেন, তা আমাদের দেখার বিষয় নয়। আমরা চিকিৎসকদের সমস্যার বিষয়টা দেখছি। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে নির্দেশ দেওয়া উচিত, তাহলে সেটা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।”

আইনজীবী না থামায় প্রধান বিচারপতি রীতিমতো ধমক দেন। বলেন, “শুনুন আমার কথা। আই অ্যাম সরি… আমার কথা আগে শুনুন, নাহলে আদালত থেকে বের করে দেব।”

উল্লেখ্য, এদিন সিবিআই-এর রিপোর্টে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, সব প্রশ্নের উত্তর আছে ওই রিপোর্টে। তবে তদন্তের স্বার্থে রিপোর্টের বিষয়বস্তু প্রকাশ্যে আনা হবে না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে আদালত উল্লেখ করেছে, তিলোত্তমার বাবা সিবিআই-কে একটি চিঠি পাঠিয়েছে, যাতে বড় কোনও সূত্র আছে।

Next Article