SC on Electoral Bond: ‘কোনও তথ্য লুকোনো যাবে না’, SBI-কে নির্বাচনী বন্ডের নম্বরও প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 18, 2024 | 12:28 PM

Electoral Bonds: প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের তরফে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে আগামী বৃহস্পতিবার, ২১ মার্চের বিকেল ৫টার মধ্যে ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ করতে বলা হয়েছে। বন্ড সংক্রান্ত কোনও তথ্য লুকোতে পারবে না এসবিআই।

SC on Electoral Bond: কোনও তথ্য লুকোনো যাবে না, SBI-কে নির্বাচনী বন্ডের নম্বরও প্রকাশ করার নির্দেশ সুপ্রিম কোর্টের
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: নির্বাচনী বন্ড নিয়ে আবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে ধমক সুপ্রিম কোর্টের (Supreme Court)। নির্বাচনী বন্ডের নম্বর (Electoral Bond Numbers) সংক্রান্ত তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হল এসবিআই(SBI)-কে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, “রায়ে স্পষ্ট বলা হয়েছিল যে সমস্ত তথ্য প্রকাশ করতে হবে…এক্ষেত্রে বাছাই করে তথ্য প্রকাশ করা চলবে না।”

এ দিন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের তরফে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে আগামী বৃহস্পতিবার, ২১ মার্চের বিকেল ৫টার মধ্যে ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ করতে বলা হয়েছে। বন্ড সংক্রান্ত কোনও তথ্য লুকোতে পারবে না এসবিআই। ব্যাঙ্ক বন্ডের তথ্য জমা দিলে, তা জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এ দিন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে সমালোচনা করে বলেন, ” আমরা চাই, আপনাদের কাছে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করা হোক। আমাদের রায়ে স্পষ্ট বলা ছিল যে সমস্ত তথ্য প্রকাশ করতে বলা হয়েছিল। এক্ষেত্রে বাছ-বাছাই করতে পারেন না। এসবিআই-র চেয়ারম্যান আদালতের নির্দেশ মানতে বাধ্য।”

প্রধান বিচারপতি আরও বলেন, “এসবিআই জানিয়েছে মোট দু-জায়গায় নির্বাচনী বন্ড সম্পর্কিত তথ্য ছিল। এক জায়গায় বন্ড কেনা, অন্য জায়গায় বন্ড ভাঙানোর। তাহলে বন্ডের নম্বর উল্লেখ করা হল না কেন? এসবিআই-র আচরণ দেখে মনে হচ্ছে, আপনারা বলুন কী তথ্য প্রকাশ করতে হবে, আমরা সেই তথ্য প্রকাশ করব। এটা হতে পারে না। আমরা সব তথ্য প্রকাশ করতে বলেছি। আমরা আশা করছি আপনারা কোনও রাজনৈতিক দলের হয়ে উপস্থিত হননি এখানে।”

সুপ্রিম কোর্টের তরফে এসবিআই-র চেয়ারম্যানকে আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে নির্বাচনী বন্ডের নম্বর প্রকাশ করতে বলা হয়েছে। এসবিআই তথ্য জমা দিলেই জাতীয় নির্বাচন কমিশনকে তার ওয়েবসাইটে সেই তথ্য

Next Article