Supreme Court on News Channel: ‘মক্কেলকে বলুন চ্যানেল পছন্দ না হলে, যেন না দেখে’, সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 09, 2023 | 6:53 AM

Supreme Court on News Channel: বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ বলেছে, পছন্দ না হলে ওই সব চ্যানেল দেখবেন না। কে আপনাকে দেখতে বাধ্য করেছে?

Supreme Court on News Channel: মক্কেলকে বলুন চ্যানেল পছন্দ না হলে, যেন না দেখে, সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: সংবাদ প্রচারের চ্যানেলগুলিকে নিয়ন্ত্রণ করা হোক, এই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার চ্যানেলগুলির জন্য কোনও নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিক, এমনই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল শীর্ষ আদালতে। মঙ্গলবার সেই আর্জি খারিজ করে দিয়ে বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ বলেছে, পছন্দ না হলে ওই সব চ্যানেল দেখবেন না। কে আপনাকে দেখতে বাধ্য করেছে? সংবাদমাধ্যমগুলির মত প্রচারের স্বাধীনতার কথাও মনে করিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।

মূলত সংবাদমাধ্যমগুলি কী প্রচার করবে, সেটা নিয়ন্ত্রণ করার কথাই বলা হয়েছিল জনস্বার্থ মামলাগুলিতে। দিল্লির আইনজীবী রিপক কানসল এর মধ্যে একটি জনস্বার্থ মামলা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, স্পর্শকাতরগুলির ক্ষেত্রে যে সংবাদ প্রচার করা হয়, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত। অনেক সময় এমন সংবাদ দেখানো হয় যাতে কোনও ব্যক্তি, সম্প্রদায় বা ধর্মের ভাবমূর্তি নষ্ট নয়। কোনও ব্যক্তি বা ধর্মকে অসম্মানিত করা হয়ে থাকে বলেও দাবি করা হয়।

এই মামলাটিতে বিচারপতি ওকা মন্তব্য করেন, “কে আপনাদের এই চ্যানেলগুলি দেখতে বাধ্য করেছে? যদি আপনারা না চান, তাহলে দেখবেন না। সংবাদ প্রচার তাদের মত প্রকাশের স্বাধীনতার বিষয়। আর টিভি চ্যানেল অন করার স্বাধীনতা রয়েছে আপনার।” বিচারপতি আইনজীবীকে বলেন, “যখন বিচারকদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়, তখন আমরা তাতে গুরুত্ব দিই না। সে ক্ষেত্রে কে আনবে গাইডলাইন? আপনার মক্কেলকে বলুন চ্যানেলগুলি পছন্দ না হলে যেন না দেখে।”

অপর মামলাটি করেছিলেন নীলেশ নবলখা ও নীতিন মেমানে। তাঁদের আর্জি ছিল, মিডিয়া নেটওয়ার্ক বা নির্দিষ্ট কোনও চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ শোনার জন্য মিডিয়া ট্রাইব্যুনাল থাকা জরুরি। ওই মামলায় দাবি করা হয়, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সংবাদমাধ্যমগুলিকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই মামলায় আবেদনকারীকে হাইকোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত।

Next Article