AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court On R G Kar: আবারও পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি, বৃহস্পতিবার দুপুর ২টোয় শুনানি

| Edited By: | Updated on: Nov 23, 2024 | 7:07 AM
Share

Supreme Court On R G Kar: প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, বুধবার সবার আগে এই মামলার শুনানি হবে।  প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি আজ।

Supreme Court On R G Kar: আবারও পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি,  বৃহস্পতিবার দুপুর ২টোয় শুনানি
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিImage Credit: TV9 Bangla

নয়া দিল্লি: আজ, বুধবারও সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হল না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়ে দেয়, বুধবার সবার আগে এই মামলার শুনানি হবে।  প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি ছিল। কিন্তু প্রথমে তালিকাভুক্ত থাকলেও, পরে আরজি কর মামলা ৩৪ নম্বরে তালিকাভুক্ত হয়। দুপুর তিনটেয় শুনানি হওয়ার কথা ছিল। পরে চারটে নাগাদ জানিয়ে দেওয়া হয়, বৃহস্পতিবার দুপুর ২টোয় আরজি কর মামলার শুনানি হবে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 06 Nov 2024 04:15 PM (IST)

    তদন্ত রিপোর্ট দেখে বৃহস্পতিবার শুনানি

    • আইনজীবী ফিরোজ এডুলজি আবেদন জানান, ধৃত সিভিক ভলান্টিয়রকে  মূল অভিযুক্ত করে ইতিমধ্যে ট্রায়াল শুরু হতে চলেছে। যদি এখন শুনানি না হয় তাহলে সেই শুনানি বন্ধ হোক। আরও কোনও চক্রান্তকারী সামনে আসতে পারে। বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে।
    • কিন্তু রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, “ইতিমধ্যেই চার্জশিট ফাইল হয়ে গিয়েছে। চার্জ ফ্রেম হয়ে গিয়েছে।”
    • প্রধান বিচারপতি বলেন,  “আগামীকাল তদন্ত রিপোর্ট আমরা আগে দেখি। তারপর দেখা যাবে।” বৃহস্পতিবার দুপুর দুটোয় শুনানি।
  • 06 Nov 2024 04:11 PM (IST)

    আবারও পিছল শুনানি

    আবারও পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি। বুধবার এই মামলার শুনানি হল না। বৃহস্পতিবার দুপুর ২টোয় আরজি কর মামলার শুনানি হবে।

  • 06 Nov 2024 12:04 PM (IST)

    দুপুর ৩টেয় শুনানি

    সুপ্রিম কোর্টে প্রথমেই আরজি কর মামলার শুনানি ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। ৩৪ নম্বর তালিকাভুক্ত হয়েছে আরজি কর মামলাটি। বুধবারই দুপুর তিনটের সময়ে আরজি কর মামলার শুনানি হবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

  • 06 Nov 2024 10:54 AM (IST)

    বসল প্রধান বিচারপতির বেঞ্চ

    পৌনে ১১টা নাগাদ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসল। কিছু পরেই এই বেঞ্চে শুরু হবে আরজি কর মামলার শুনানি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে শুনানি।

  • 06 Nov 2024 10:09 AM (IST)

    সিভিক নিয়োগ নিয়ে হলফনামা জমা দিয়েছে রাজ্য

    • ইতিমধ্যেই সিভিক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে রাজ্য। সিভিক নিয়োগে কমিটি রয়েছে, সেটাই হলফনামায় জানিয়েছে রাজ্য।
    • সেই সংক্রান্ত প্রত্যেকটি বিষয় এদিন হলফনামায় রাজ্য সুপ্রিম কোর্টকে জানায়। রাজ্যের তরফে বলা হয়,  সিভিক নিয়োগে রয়েছে কমিটি।
    • কমিশনারেট এলাকায় সেই কমিটির প্রধান পুলিশ কমিশনার। জেলাস্তরে কমিটির চেয়ারম‍্যান পুলিশ সুপার।
    • পাশাপাশি রাজ‍্য স্তরে ডিজি, আইজিপি’কে শীর্ষে রেখে রয়েছে অ‍্যাপেক্স কমিটি।

Published On - Nov 06,2024 10:05 AM