NCLAT সদস্যদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস সুপ্রিম কোর্টের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 18, 2023 | 8:23 PM

এই বিষয়ে দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “বিচারপতি অশোক ভূষণ বাদে এনসিএলএটি সদস্যদের মধ্যে পচন ধরেছে। এনসিএলটি এবং এনসিএলএটি পচে যাচ্ছে। সেই পচন তুলে ধরতেই এই মামলা।” আদালতের নির্দেশ পাশ কাটিয়ে যাওয়ার জন্য কর্পোরেট সংস্থাদেরও সতর্ক করেছে দেশের শীর্ষ আদালত।

NCLAT সদস্যদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস সুপ্রিম কোর্টের
NCLAT-কে নোটিস সুপ্রিম কোর্টের
Image Credit source: facebook

Follow Us

নয়াদিল্লি: ন্যাশনাল ল অ্যাপিলেট ট্রাইব্যুনাল (NCLAT)-এর বিচারপতি রাকেশ কুমার এবং টেকনিক্যাল সদস্য অলোক শ্রীবাস্তবের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট। ফিনোলেক্স কেবলসের বার্ষিক জেনারাল মিটিং সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশের অবমাননার অভিযোগে এই মামলা করা হয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এনসিএলএটি এবং এনসিএলটি-র মধ্যে আদালতের অবমাননার বিষয়টি চিহ্নিত করেছে।

এই বিষয়ে দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “বিচারপতি অশোক ভূষণ বাদে এনসিএলএটি সদস্যদের মধ্যে পচন ধরেছে। এনসিএলটি এবং এনসিএলএটি পচে যাচ্ছে। সেই পচন তুলে ধরতেই এই মামলা।” আদালতের নির্দেশ পাশ কাটিয়ে যাওয়ার জন্য কর্পোরেট সংস্থাদেরও সতর্ক করেছে দেশের শীর্ষ আদালত। এ বিষয়ে আদালতের পর্যবেক্ষণ, “আদালতের পর্যবেক্ষণ ভারতীয় কর্পোরেট সংস্থাগুলি যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে তাঁদের মনে রাখা প্রয়োজন দেশের সুপ্রিম কোর্ট সব নজর রাখছে।”

১৩ অক্টোবর এনসিএলএটি-কে নির্দেশ দিয়েছিল, স্ক্রুটিনাইজার যতক্ষণ না এজিএম-র ফল রিপোর্ট আকারে জমা দিচ্ছেন, ততক্ষণ কোনও নির্দেশ দেওয়া যাবে না। কিন্তু সেই কাজেরই পুনরাবৃত্তি হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে এনসিএলএটি বেঞ্চের দুই সদস্যের থেকে জবাব চেয়েছিলেন বিচারপতি ভূষণ। এর পরই এ বিষয়ে সতর্ক হল সুপ্রিম কোর্ট।

Next Article