AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: ‘আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ, আত্মহত্যা করছে’, বেটিং অ্যাপ নিষিদ্ধ করার আবেদনে রাজ্যগুলিকে নোটিস সুপ্রিম কোর্টের

Supreme Court: আবেদনকারী বলেন, "আমি লক্ষ লক্ষ বাবা-মায়ের হয়ে এই আবেদন জানাচ্ছি, গত কয়েকবছরে যাঁরা সন্তানকে হারিয়েছেন। শুধু তেলঙ্গানাতেই ১০২৩ জনের বেশি আত্মহত্যা করেছে। খুবই দুর্ভাগ্যজনক যে তারকা এই বেটিং অ্যাপের প্রচার করছেন। তার ফলে যুবসমাজ এই অ্যাপগুলির প্রতি আসক্ত হয়ে পড়ছে।"

Supreme Court: 'আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ, আত্মহত্যা করছে', বেটিং অ্যাপ নিষিদ্ধ করার আবেদনে রাজ্যগুলিকে নোটিস সুপ্রিম কোর্টের
পরবর্তী শুনানিতে অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্টImage Credit: ANI
| Updated on: Aug 02, 2025 | 10:06 AM
Share

নয়াদিল্লি: অনলাইন ও অফলাইনে বেটিং অ্যাপগুলিতে আসক্ত হয়ে পড়ছে যুবসমাজ। ঋণে জর্জরিত হয়ে আত্মহত্যার ঘটনা ঘটছে। এই তথ্য তুলে ধরে অনলাইন ও অফলাইন বেটিং অ্যাপসগুলির উপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে সুপ্রিম কোর্টে। এমনকি, তারকারা যাতে ওই বেটিং অ্যাপসগুলির প্রচার না করেন, তার জন্যও আবেদন জানানো হয়। তার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাজ্যগুলিকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ইডি, গুগল ইন্ডিয়া, ট্রাই, অ্যাপল ইন্ডিয়া, ড্রিম ১১ ফ্যান্টাসি, মোবাইল প্রিমিয়াম লীগ, এ২৩ গেমস-সহ অন্যদেরও নোটিস পাঠাল।

কেএ পল নামে এক ধর্মপ্রচারক সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি করেন। নিজের আবেদনে তিনি বলেন, “আমি লক্ষ লক্ষ বাবা-মায়ের হয়ে এই আবেদন জানাচ্ছি, গত কয়েকবছরে যাঁরা সন্তানকে হারিয়েছেন। শুধু তেলঙ্গানাতেই ১০২৩ জনের বেশি আত্মহত্যা করেছে। খুবই দুর্ভাগ্যজনক যে তারকা এই বেটিং অ্যাপের প্রচার করছেন। তার ফলে যুবসমাজ এই অ্যাপগুলির প্রতি আসক্ত হয়ে পড়ছে।” এই অ্যাপগুলি নিষিদ্ধ কিংবা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানান তিনি। এখনই এই অ্যাপগুলি নিয়ন্ত্রণ করা না গেলে হাজার হাজার মানুষ ঋণে জর্জরিত হয়ে যাবে বলে কেএ পল তাঁর আবেদনে জানান।

তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে রাজ্যগুলিকে নিজেদের বক্তব্য জানাতে নোটিস পাঠাল শীর্ষ আদালত। কেএ পল তাঁর আবেদনে উল্লেখ করেন, তদন্তে জানা গিয়েছে, এই বেটিং অ্যাপগুলির মাধ্যমে আর্থিক তছরুপ ও কালো টাকা লেনদেন হয়। ইডি-কে এই নিয়ে নোটিস পাঠাল শীর্ষ আদালত।

এর আগে গত ২৩ মে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ এই নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠিয়েছিল। এদিন বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানায়, নোটিসের জবাব দেওয়ার জন্য আরও ২ সপ্তাহ সময় দেওয়া হল কেন্দ্রকে। ২ সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে রাজ্যগুলিকেও। আগামী ১৮ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। সেই শুনানিতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত।