নয়া দিল্লি: ছেলের শেষকৃত্যের দিনেই খুন হন তাঁর বাবা তথা কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ (Atiq Ahmed)। দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় ভাই আশরফেরও। পুলিশি নজরদারিতে প্রয়াগরাজের হাসপাতালে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তাঁদের। তখন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তাঁরা। সেই সময় তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। এই খুনের ঘটনায় উত্তর প্রদেশে (Uttar Pradesh) চাঞ্চল্য ছড়িয়েছে। নিরপেক্ষ বিশেষজ্ঞ দল গঠনে করে এই খুনের মামলায় তদন্তের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। এবার সেই আবদন শুনতে রাজি হল শীর্ষ আদালত (Supreme Court of India)। এই মামলায় আগামী শুনানি ২৪ এপ্রিল।
গত ১৩ এপ্রিল উত্তর প্রদেশ পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় গ্যাংস্টার আতিক আহমেদের ছেলে আসাদ আহমেদের। শনিবার ছিল ছেলের শেষকৃত্য। তবে ছেলের শেষকৃত্যে যোগ দিতে পারেননি আতিক ও তাঁর ভাই আশরফ। সেই দিনেই হাড়হিম করা ঘটনায় মারা যান দুই ভাই। মেডিকেল টেস্ট করানোর জন্য গত শনিবার রাতে প্রয়াগরাজের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল আতিক ও আশরফকে। তাঁদের হাতে ছিল হ্যান্ডকাফ। সেই সময় তাঁদের ঘিরে ধরেন সাংবাদিকরা। পুলিশি নজরদারিতে সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন দুই ভাই। সেই সময়ই তিনজন ব্যক্তি সাংবাদিকের ভেক ধরে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ দিয়ে আতিক ও আশরফকে পরপর গুলি করে। পুলিশি হেফাজতে থাকাকালীন দুই গ্যাংস্টারের মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে যোগীরাজ্যে। এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ।
এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করার আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। উত্তর প্রদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ, এনকাউন্টারের প্রসঙ্গ তুলে এই আবেদনে উল্লেখ করা হয়েছে, “পুলিশের এই ধরনের পদক্ষেপ গণতন্ত্রের জন্য বিপজ্জনক। এহেন কাজ রাজ্যকে পুলিশ রাষ্ট্রে পরিণত করে।” এবার এই আবেদনের মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। এই আবেদনের ভিত্তিতে শুনানি হবে আগামী ২৪ এপ্রিল। উল্লেখ্য, জানা গিয়েছে আতিক ও আশরফ আহমেদ খুনি অভিযুক্তরা হল লাভলেশ তিওয়ারি, সানি সিং ও অরুণ মৌর্য। তাদের সকলেরই বয়স ২০ বছরের আশেপাশে। আপাতত তাদের ১৪ দিনের জেল হেফাজতে রাখা হয়েছে। প্রথমে তাদের প্রয়াগরাজের নইনি জেলে রাখা হয়েছিল। পরে গতকাল তাদের প্রতাপগড় জেলে স্থানান্তরিত করা হয়। প্রসঙ্গত, গত শুক্রবারই উত্তর প্রদেশ পুলিশ দাবি করেছে, এই ৬ বছর যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন আসাদ ও তাঁর সহযোগী সহ মোট ১৮৩ জন অপরাধীদের এনকাউন্টার করা হয়েছে।