Supreme Court On Abhishek Banerjee: জেলাসফরের মাঝে ‘স্বস্তি’ অভিষেকের, CBI-র জিজ্ঞাসাবাদের ওপর আরও কয়েকদিনের ‘সুপ্রিম’ স্থগিতাদেশ

Sudeshna Ghoshal | Edited By: সঞ্জয় পাইকার

Apr 24, 2023 | 8:28 PM

Supreme Court: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-সিবিআই-এর জিজ্ঞাসাবাদের ওপর আবারও স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্ট ২৮ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়াল।

Supreme Court On Abhishek Banerjee: জেলাসফরের মাঝে স্বস্তি অভিষেকের, CBI-র জিজ্ঞাসাবাদের ওপর আরও কয়েকদিনের সুপ্রিম স্থগিতাদেশ
অভিষেককে জেরার ওপর স্থগিতাদেশ

Follow Us

নয়া দিল্লি: প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের অভিযোগ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি-সিবিআই-এর জিজ্ঞাসাবাদের ওপর আবারও স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্ট ২৮ এপ্রিল পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়াল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে রয়েছেন। জেলাসফরে থাকার মাঝে অভিষেককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে না বলেই মনে করছে অভিজ্ঞমহল। উল্লেখ্য, সোমবার আদালতে এই মামলার শুনানির সময়ে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

সম্প্রতি কুন্তল আদালত চত্বরে দাবি করেছিলেন, কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঘটনাচক্রে অভিষেক ঠিক তার আগের দিনই অর্থাৎ গত ২৯ মার্চ শহিদ মিনারে দাঁড়িয়ে এই একই দাবি করেছিলেন। অভিষেক বলেছিলেন, “সারদা তদন্তে কুণাল, নারদা কেসে মদন মিত্রের গ্রেফতারির পর তাঁদের মুখ থেকে চাপ দিয়ে নাম বলিয়ে নেওয়ার চেষ্টা চলেছিল।” জেলবন্দিদের ওপর চাপ তৈরি করে অভিষেকের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে টুইটে অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পরেরদিন কুন্তলের গলাতেও সেই সুর শোনা যায়। সাংবাদিকদের সামনে এই দাবি করার পর আলিপুর আদালতের বিচারককে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন কুন্তল। এই চিঠির ভিত্তিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে এবং নির্দেশনামায় জানিয়েছেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।

এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসীমা, বিচারপতি জেবি পার্দিওয়ালার ডিভিশন বেঞ্চ। সোমবার সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ল।

Next Article