Supreme Court On R G Kar: কেন FIR করতে এত দেরি? প্রথম কার অভিযোগের ভিত্তিতে FIR? ‘সুপ্রিম’ প্রশ্নবাণে ‘বিধ্বস্ত’ রাজ্য

Jyotirmoy Karmokar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 20, 2024 | 1:00 PM

Supreme Court On R G Kar: রাজ্যের তরফে আইনজীবী জানান, আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের দাবি মতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিয়োগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পর দেহ বিকাল চারটের মধ্যে ময়নাতদন্ত শেষ হয়। এরপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 

Supreme Court On R G Kar: কেন FIR করতে এত দেরি? প্রথম কার অভিযোগের ভিত্তিতে FIR? সুপ্রিম প্রশ্নবাণে বিধ্বস্ত রাজ্য
সুপ্রিম কোর্টে বিধ্বস্ত রাজ্য
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টে চাপের মুখে রাজ্য। মঙ্গলবার সুপ্রিম কোর্টের  প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হয়। শুরু থেকেই  প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের  একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। দেহ দেখার পর কার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর? দেহ হস্তান্তরের তিন ঘণ্টা পর কেন এফআইআর? রাজ্যকে কড়া প্রশ্ন করেন প্রধান বিচারপতি। রাজ্যের তরফে এদিন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি-সহ অন্য আইনজীবীরা।

শুনানির শুরুতে ঘটনার ভয়াবহতা নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। সঙ্গে গোটা দেশের চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেন তিনি। শুনানির শুরু থেকেই আরজি কর কাণ্ডে একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। তার মধ্যে মূলত কেন এফআইআরে এত দেরি? বিচারপতি জেবি পারদিওয়ালা জানতে চান,  কার অভিযোগের ভিত্তিতে এবং কখন প্রথম এফআইআর দায়ের হয়েছিল?

জবাবে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথম এফআইআর হয়েছিল। পরে অধ্যক্ষ অভিযোগ জানান। এর পরই প্রধান বিচারপতির প্রশ্ন করেন,  “সৎকারের জন্য মৃতদেহ কখন পরিবারকে দেওয়া হয়? এফআইআর দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেহ দিয়ে দিলেন?”

রাজ্যের তরফে আইনজীবী জানান, আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়াদের দাবি মতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিয়োগ্রাফির মাধ্যমে ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের পর দেহ বিকাল চারটের মধ্যে ময়নাতদন্ত শেষ হয়। এরপর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

তখন প্রধান বিচারপতি জানতে চান, তাহলে প্রথম অভিযোগ কখন দায়ের হয়? রাজ্যের তরফ থেকে জানানো হয়, রাত ১১.৪৫ মিনিটে প্রথম এফআইআর দায়ের হয়। প্রধান বিচারপতি তখন জানতে চান, কেন এত দেরিতে এফআইআর? কেন পরিবারের তরফে প্রথম এফআইআর দায়ের হল? প্রিন্সিপ্যাল, ভাইস প্রিন্সিপ্যাল কী করছিলেন? প্রধান বিচারপতির প্রশ্ন, “বিকালে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় খুন। এফআইআর দায়ের হয়েছিল বেলা ১১টা ৪৫মিনিটে। সে সময়ে নির্যাতিতার বাবা-মা ছিলেন না, তখন হাসপাতালেরই দায়িত্ব ছিল এফআইআর দায়ের করা।”  কার্যত সে সময়ে চুপ থাকতে দেখা যায় রাজ্যের আইনজীবীকে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article