নয়া দিল্লি: মণিপুর হিংসা সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২৭ টি মামলার সাক্ষীদের বয়ান নেওয়া হবে। সিবিআই ওই ২৭টি মামলার তদন্ত করছে। সবকটি মামলা নিরপেক্ষভাবে বিচারের জন্য অসমে পাঠানোর নির্দেশ দিয়ছিল সুপ্রিম কোর্ট। এবার শীর্ষ আদালতের নির্দেশ, বিচার প্রক্রিয়া অসমে হলেও বয়ান গ্রহণ ও অভিযুক্তদের চিহ্নিতকরণের প্রক্রিয়া করতে হবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে।
মণিপুরে সাক্ষীদের বয়ান গ্রহণ করার পর সেই রেকর্ডিং পাঠিয়ে দিতে হবে অসমের নির্দিষ্ট আদালতে। অসমে বিচার প্রক্রিয়া স্থানান্তরিত করার যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছিল, তার ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে একটি চিঠি পাঠিয়েছিলেন মণিপুরের রেজিস্ট্রার জেনারেল। সেই চিঠি দেওয়ার পরই এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি, বিচারপতি জে বি পর্দিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ নির্দেশে উল্লেখ করেছে, সাক্ষীরা বর্তমানে যেখানে বসবাস করছে, সেখানে গিয়েই বয়ান নেওয়া হবে। অন্যদিকে, যৌন হেনস্থার মামলার ক্ষেত্রে অভিযুক্তদের চিহ্নিত করা জরুরি বলেও উল্লেখ করা হয়েছে শীর্ষ আদালতের তরফে।
এর আগে মণিপুর হাইকোর্ট জানতে চেয়েছিল, এই বয়ান গ্রহণের প্রক্রিয়া ভার্চুয়ালি হবে কি না। সে প্রক্ষিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, ভার্চুয়ালি নয়, সামনে গিয়ে বয়ান নেওয়া হবে।