রাষ্ট্রপতিকে বিবেচনা করার নির্দেশ দিয়েও অর্ডার ফেরাল সুপ্রিম কোর্ট, কী এমন মামলা

Nov 19, 2024 | 8:47 PM

Supreme Court: তুষার মেহতা জানিয়েছেন, বিষয়টা স্পর্শকাতর। তাই, বিষয়টা শোনা প্রয়োজন। তিনি আরও জানিয়েছেন যে রাষ্ট্রপতির কাছে নয়, সংশ্লিষ্ট বিষয়ের ফাইল রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে।

রাষ্ট্রপতিকে বিবেচনা করার নির্দেশ দিয়েও অর্ডার ফেরাল সুপ্রিম কোর্ট, কী এমন মামলা

Follow Us

নয়া দিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মার্সি প্লি নিয়ে বিবেচনা করার নির্দেশ দেওয়ার পরও তা তুলে নিল সুপ্রিম কোর্ট। বলবন্ত সিং রাজওয়ানার ক্ষমাভিক্ষার আবেদন নিয়ে রাষ্ট্রপতির সেক্রেটারিকে বিশেষ নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আগামী দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

বিচারপতি বি আর গাভাই, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ গতকাল, সোমবার ওই নির্দেশ দেয়। পরে সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদনে ওই নির্দেশ তুলে নেওয়া হয়েছে।

তুষার মেহতা জানিয়েছেন, বিষয়টা স্পর্শকাতর। তাই, বিষয়টা শোনা প্রয়োজন। তিনি আরও জানিয়েছেন যে রাষ্ট্রপতির কাছে নয়, সংশ্লিষ্ট বিষয়ের ফাইল রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। তাঁর আবেদনেই নির্দেশ তুলে নিয়ে আগামী সোমবার শুনানির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।

সোমবার রাজওয়ানার ক্ষমা ভিক্ষা নিয়ে যখন শুনানি চলছে, তখন কেন্দ্রের তরফে কেউ উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করে আদালত। মার্সি প্লি নিয়ে কেন ১২ বছর ধরে অপেক্ষা করতে হবে, তা নিয়ে আদালতে প্রশ্ন তোলেন রাজওয়ানা।

১৯৯৫ সালে পঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী বিয়ান্ত সিং-এর হত্যার ঘটনায় অভিযুক্ত ছিলেন রাজওয়ানা। শীর্ষ আদালত সোমবার রাষ্ট্রপতির সেক্রেটারিকে নির্দেশ দেন, আগামী দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতাগী বলেন, কেন্দ্র এখনও কোনও জবাব দেয়নি। বাকি সব মামলায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে,অথচ এই মামলায় সরকার বলছে, এটা সিদ্ধান্ত নেওয়ার সময় নয়। তিনি আরও বলেন, যখন সিদ্ধান্ত নেওয়া হবে, তখন তাঁর জীবন শেষ হয়ে যাবে।

সোমবার রাজওয়ানাকে অন্তর্বর্তী জামিন দেওয়ার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তাঁর আইনজীবী রোহতাগী বলেন, এটা বিস্ময়কর যে এই ক্ষেত্রে একজন ২৯ বছর জেলে থাকা সত্ত্বেও, তাঁকে একবারও বেরতে দেওয়া হয়নি। ১২ বছর ধরে মার্সি পিটিশন ঝুলে থাকায়, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

Next Article