নয়া দিল্লি: সঙ্গী বিধায়কদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করে ৩০ জুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে (Eknath Shinde)। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আস্থা ভোটে ব্যাপক জয়ের পরও সুপ্রিম কোর্টে এখন ঝুলে রয়েছে একনাথদের ভাগ্য। আজ সোমবার ১৬ বিধায়ককের সদস্যপদ খারিজ নিয়ে উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপিম কোর্টে শুনানি হবে। এমনকী এই মামলায় আজই রায়দান করতে পারে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট এই মামলায় রায়দান করলে মহারাষ্ট্রে চলতে থাকা রাজনৈতিক সংকটের ইতি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সুপ্রিম কোর্টে মামলা
প্রাক্তন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর সমর্থকরা শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন। প্রথম আবেদনটি পুরোনো, সেই আবেদনে ১৬ বিদ্রোহী সেনা বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে শুক্রবার দায়ের হয়েছে একটি নতুন পিটিশন। তাতে একনাথ শিন্ডেকে সরকার গঠনে আবেদন জানানোর রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন উদ্ধব। শীর্ষ আদালতের বেঞ্চে আস্থা ভোট, বিধানসভায় মুখ্য সচেতক নিয়োগ, নতুন স্পিকার নিয়োগ নিয়েও শুনানি হবে। আরও ৪টি পিটিশন শীর্ষ আদালতে এখনও ফাইল করা হয়েছে। সুপ্রিম কোর্ট শুনানিতে কী বলে সেদিকে নজর রয়েছে সকলের।
কী ভাবে শুরু হয়েছিল সংকট?
বিধান পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মহা-সংকটের সূত্রপাত। অনেক শিবসেনা বিধায়কের বিরুদ্ধেই ‘ক্রস ভোটিং’-র অভিযোগ উঠেছিল। এরপর একনাথ শিন্ডের নেতৃত্বে গুজরাটের সুরাটে আশ্রয় নিয়েছিলেন বিদ্রোহী বিধায়করা। তারপর সেখান থেকে তাদের বিজেপি শাসিত অসমের র্যাডিসন ব্লু হোটেলে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। সময় যত গড়াতে থাকে উদ্ধব শিবিরে বিদ্রোহীদের সংখ্যা ক্রমেই বাড়ছিল। এমনকী বেশ কিছু নির্দল বিধায়কও একনাথ শিবিরে যোগদান করেছিলেন। বিরোধীদের অভিযোগ ছিল, যাবতীয় সংকটের পিছনে রয়েছে বিজেপি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন উদ্ধব ঠাকরে। নয়া মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়ণবীস শপথ নিয়েছিলেন। সুপ্রিম কোর্ট এখন এই মামলায় কী বলে, সেটাই এখন দেখার।