Supreme Court: সমপ্রেম নিয়ে আড়চোখে তাকানোর দিন শেষ! একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 17, 2023 | 1:02 PM

Supreme Court on same gender marriage: সমকামী যুগল বা এলজিবিটি সম্প্রদায়ের মানুষ কেন অধিকার থেকে বঞ্চিত হবে? তা নিয়েই এবার প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত রায় দিতে গিয়ে সেই বৈষম্য শেষ করার কথা বললেন প্রধান বিচারপতি।

Supreme Court: সমপ্রেম নিয়ে আড়চোখে তাকানোর দিন শেষ! একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের
সমপ্রেম নিয়ে নির্দেশ প্রধান বিচারপতির
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: সমকামী বা রূপান্তরকামীদের এখনও আড়চোখে দেখে সমাজের একটা বড় অংশ। সমাজে বৈষম্যের শিকার হয়ে সমকামী সম্প্রদায়ের মানুষ বঞ্চনার অভিযোগ সামনে এনেছে বারবার। ভারতের মতো গণতান্ত্রিক দেশে যেখানে প্রতি নাগরিকের অধিকারের কথা বলা আছে সংবিধানে, সেখানে কেন বঞ্চিত হবে এই সম্প্রদায়ের মানুষ? বাকিদের যে সুযোগ-সুবিধা আছে, সেটুকুও নেই সমকামী বা রূপান্তরকামীদের। সেই অধিকার নিয়েই এবার প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত রায় দিতে গিয়ে সেই বৈষম্য শেষ করার কথা বললেন প্রধান বিচারপতি। সমকামীদের প্রতি সব বৈষম্য শেষ করতে এদিন একগুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি।

কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশগুলি দিয়েছে শীর্ষ আদালত:

১. কোনও পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না এলজিবিটি সম্প্রদায়ের মানুষকে।

২. এলজিবিটি সম্প্রদায়ের মানুষকে বৈষম্যের চোখে দেখা যাবে না।

৩. সাধারণ মানুষকে সচেতন করতে হবে, যাতে তাঁরা সমকামী সম্প্রদায়ের মানুষের প্রতি সংবেদনশীল থাকেন।

৪. এলবিজিটি সম্প্রদায়ের মানুষকে সাহায্যে জন্য হটলাইন নম্বর চালু করতে হবে।

৫. সমকামী যুগল আশ্রয় নিতে পারেন, এমন নিরাপদ ঘরের ব্যবস্থা করতে হবে।

৬. কোনও সন্তান যদি পুরুষ বা নারী না হয়, তাহলে সেই শিশুর শরীরে জোর করে কোনও অস্ত্রোপচার করা যাবে না।

৭. সমকামী সম্প্রদায়ের কোনও মানুষকে হরমোনাল থেরাপির মধ্যে যেতে বাধ্য করা যাবে না।

৮. সমকামী সম্প্রদায়ের মানুষকে থানায় ডেকে তাঁদের যৌন পরিচয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে অযথা হেনস্থা করা যাবে না।

৯. সমকামীদের জোর করে পুলিশ বাড়িতে বা পরিবারের কাছে ফিরতে বাধ্য করতে পারবে না।

১০. সমকামী যুগলের ক্ষেত্রে তাঁদের সম্পর্ক নিয়ে কোনও এফআইআর করার আগে প্রাথমিক তদন্ত করতে হবে পুলিশকে।

Next Article