ISRO Fake Scientist: চন্দ্রযানের ল্যান্ডার ডিজাইন করেছেন, সংবাদমাধ্যমে দিয়েছিলেন সাক্ষাৎকারও! পুলিশের জালে ‘ভুয়ো বিজ্ঞানী’

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 30, 2023 | 8:34 AM

Police: ওই ব্যক্তি নিজেকে ইসরোর পরবর্তী প্রকল্প "মার্কুরি ফোর্স ইন স্পেস"-র  গবেষণা দলের সদস্য হিসাবেও দাবি করেছিলেন। ইসরো সম্পর্কে নানা মিথ্য তথ্য তিনি প্রচার করেন।

ISRO Fake Scientist: চন্দ্রযানের ল্যান্ডার ডিজাইন করেছেন, সংবাদমাধ্যমে দিয়েছিলেন সাক্ষাৎকারও! পুলিশের জালে ভুয়ো বিজ্ঞানী
প্রতীকী ছবি
Image Credit source: twitter

Follow Us

সুরাট: চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান-৩ (Chandrayaan-3)। রোভার প্রজ্ঞান চাঁদের মাটিতে ঘুরে বেড়িয়ে তথ্য সংগ্রহ করছে। এর সাফল্যের পুরোটাই কৃতিত্ব ইসরোর (ISRO)। দেশের বিভিন্ন রাজ্যের বিজ্ঞানীরা এই কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের নিয়ে বিভিন্ন সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। এরই মাঝে এবার খোঁজ পাওয়া গেল ভুয়ো বিজ্ঞানীর (Fake Scientist), যিনি নিজেকে চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন।

মঙ্গলবার গুজরাটের সুরাট থেকে গ্রেফতার করা হয় মিতুল ত্রিবেদী নামক এক ব্যক্তিকে। অভিযোগ, ওই ব্যক্তি নিজেকে ইসরোর বিজ্ঞানী বলে দাবি করেছেন। তাঁর দাবি, চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার মডিউলের ডিজাইন তৈরি করেছিলেন। চন্দ্রযান-৩ এর সাফল্যের পরই বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি সাক্ষাৎকারও দেন।

ওই সাক্ষাৎকার দেখেই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তি নিজেকে ইসরোর “প্রাচীন বিজ্ঞান অ্যাপ্লিকেশন বিভাগ”-র অ্যাসিস্টেন্ট চেয়ারম্যান হিসাবে পরিচয় দিতেন। তাঁর কাছে ভুয়ো নিয়োগপত্রও ছিল ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি তারিখের।

তদন্তে আরও জানা যায়, ওই ব্যক্তি নিজেকে ইসরোর পরবর্তী প্রকল্প “মার্কুরি ফোর্স ইন স্পেস”-র  গবেষণা দলের সদস্য হিসাবেও দাবি করেছিলেন। ইসরো সম্পর্কে নানা মিথ্য তথ্য তিনি প্রচার করেন।

মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রেফতারের পরই সুরাট পুলিশের তরফে বিবৃতি জারি করে বলা হয়, “তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত কোনওভাবে ইসরোর চন্দ্রযান-৩ মিশনের সঙ্গে যুক্ত নন, তবুও তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে নিজেকে ইসরোর কর্মী হিসাবে পরিচয় দিয়েছেন এবং ভুয়ো তথ্য প্রচার করেছেন। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪৬৫, ৪৬৪ ও ৪৭১ ধারায় এফআইআর দায়ের করেছে সুরাট সিটি ক্রাইম ব্রাঞ্চ।

Next Article