AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maharashtra: এটা কী পাকিস্তানের? মহারাষ্ট্রের তীরে দানা বাঁধছে ‘ভয়’, ধীরে ধীরে এগিয়ে আসছে সন্দেহভাজন নৌকো

Maharashtra: সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, ওই নৌকোটি সর্বপ্রথম নজরে আসে তীরে টহল দেওয়া দুই নিরাপত্তারক্ষীর। তারা স্থানীয় থানাকে জানায়, মাত্র দুই নৌটিক্যাল দূরত্ব বা কিলোমিটারের হিসাবে তীর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরত্বে রয়েছে সেটি।

Maharashtra: এটা কী পাকিস্তানের? মহারাষ্ট্রের তীরে দানা বাঁধছে 'ভয়', ধীরে ধীরে এগিয়ে আসছে সন্দেহভাজন নৌকো
প্রতীকী ছবিImage Credit: Getty Image
| Updated on: Jul 07, 2025 | 12:46 PM
Share

মুম্বই: ধীরে ধীরে এগিয়ে আসছে সমুদ্রতটের দিকে। আর ততই মুম্বইয়ের বুকে ফিরে আসছে ‘পুরনো ভয়’। মহারাষ্ট্রের রায়গঢ় এলাকার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রেবদন্ড তীরের দিকে একটি নৌকো ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের সন্দেহ সম্ভবত এটি ভিন দেশ থেকে এসে মহারাষ্ট্রের তীরেই নোঙর ফেলার চিন্তা করছে।

সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে, ওই নৌকোটি সর্বপ্রথম নজরে আসে তীরে টহল দেওয়া দুই নিরাপত্তারক্ষীর। তারা স্থানীয় থানাকে জানায়, মাত্র দুই নৌটিক্যাল দূরত্ব বা কিলোমিটারের হিসাবে তীর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরত্বে রয়েছে সেটি। সম্ভবত রায়গড় তটেই নোঙর ফেলবে ওই জাহাজটি। তারা আরও জানিয়েছে, সেই তরীর গোটা কাঠামো জুড়ে রয়েছে অন্য দেশের পতাকার ছবি সাঁটানো।

এই পরিস্থিতিতে খানিক ‘সন্দেহ’ ছড়িয়ে পুলিশি মহলে। কী কারণে ধীরে ধীরে সেটি এগিয়ে আসছে, তা ঠাওর করে উঠতে পারছে না কেউই। তীরে মোতায়েন থাকা নিরাপত্তারক্ষীরাও যে একটি নৌকো নিয়ে এগিয়ে যাবে, তার কোনও উপায় নেই। কারণ, অতিবৃষ্টির জেরে প্রতি মুহূর্তে গর্জাচ্ছে সমুদ্র। আর তত এগিয়ে আসছে ওই ভিনদেশি নৌকোটি। আপাতত বাড়তি নিরাপত্তার কথা মাথায় রেখে তীরে একটি বম্ব স্কোয়াড বাহিনী মোতায়েন করেছে মহারাষ্ট্র পুলিশযারা সর্বক্ষণ তাকিয়ে রয়েছে সেই নৌকোর দিকে। পাশাপাশি মনে করা হচ্ছে, পাকিস্তানি থেকে এটি আসতে পারে।

রায়গড়ের পুলিশ সুপার-সহ আরও বেশ কয়েক জন শীর্ষ পুলিশ কর্তা ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। আগন্তুক নৌকোর দিকে একটি পুলিশ নৌকো নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টাও করেন সেই পুলিশ সুপার। কিন্তু বৃষ্টির কারণে খানিকটা এগিয়েই ফিরে আসতে হয় তাঁকে। আপাতত তারা তীরে অপেক্ষমান।