নদীর নিচ থেকে পাওয়া গেল এসইউভি গাড়ি, ভিতরে বসে চার আরোহী!

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 28, 2022 | 2:49 PM

Goa: গোয়ায় জু়য়ারি নদীর উপর এক সেতুতে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সেতু থেকে উড়ে গেল এসইউভি গাড়ি। তারপর খোঁজ মিলল নদীর নিচে, তখনও গাড়িতে বসে আরোহীরা।

নদীর নিচ থেকে পাওয়া গেল এসইউভি গাড়ি, ভিতরে বসে চার আরোহী!
নদীর নিচ থেকে তোলা হচ্ছে গাড়িটি

Follow Us

পানাজি: সেতুর উপর ওভারটেক করতে গিয়ে উড়ে গেল এসইউভি গাড়ি। তারপর থেকে আর খোঁজ মিলছি দুপুরে, প্রায় ১২ ঘন্টা পর পাওয়া গেল গাড়িটিকে। আর গাড়ির ভিতর থেকেই মিলল নিহত ৪ যাত্রীর দেহ। ঘটনাটি ঘটে, বৃহস্পতিবার ভোর১টা বেজে ১০ মিনিট নাগাদ। গোয়ার জু়য়ারি নদীর উপর। গোয়া পুলিশ জানিয়েছে, অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে গাড়িটি প্রচণ্ড গতিতে প্রথমে সেতুর দেওয়ালে ধাক্কা মারে, তারপর রীতিমতো উড়ে গিয়ে পড়েছিল নিচের নদীতে।

জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে কোর্টালিম গ্রামের কাছে। সেতুটি মারগাও থেকে গোয়ার রাজধানী পানাজির মধ্যে জাতীয় সড়কের মধ্যে অবস্থিত। দুর্ঘটনাস্থলটি পানাজি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। প্রত্যক্ষদর্শীরা আগেই জানিয়েছিলেন যে, গাড়িটিতে অন্তত চারজন ব্যক্তি ছিলেন। গাড়িটি এক মহিলা চালাচ্ছিলেন। রাতেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, নৌসেনা, দমকল, জরুরি বিভাগ এবং গোয়া পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাতের অন্ধকারে গাড়িটির সন্ধান মেলেনি।


এদিন সকাল থেকে ফের উপকূলরক্ষী বাহিনীর একটি ভেসেল নিয়ে জু়য়ারি নদীতে তল্লাশি শুরু করা হয়। নদীর জল তোলপাড় করে অনুসন্ধান অভিযান চলে। কিন্তু, দীর্ঘক্ষণ ওই এসইউভি গাড়িটি কিংবা তার কোনও আরোহীর খোঁজ পাওয়া যায়নি। শেষে ডেকে পাঠানো হয়, ভারতীয় নৌসেনার ডুবুরিদের। তাঁরাই জু়য়ারি নদীতে ডুব দিয়ে প্রথম কালো রঙের এসইউভিটি খুঁজে বের করেন। এরপর, একটি ক্রেনের সঙ্গে বেঁধে গাড়িটিকে নদীর তলা থেকে টেনে তোলা হয়।


গোয়া পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, গাড়িটি উপরে তোলার পর দেখা গিয়েছে, আরোহীরা গাড়ির ভিতরেই আছেন। তাঁদের সিটবেল্টও বাঁধা রয়েছে। আশঙ্কা মতো সকলেরই মৃত্যু হয়েছে। তবে, তাঁদের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে এখন মৃতদের শনাক্ত করার কাজ চলছে।

Next Article