Suvendu Adhikari: উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার জন্য বালেশ্বরের মানুষকে ধন্যবাদ, প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করেছেন: শুভেন্দু

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 05, 2023 | 1:29 AM

Suvendu Adhikari: এদিন বালাসোর হাসপাতালে গিয়ে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। প্রথমেই স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান তিনি।

Suvendu Adhikari: উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার জন্য বালেশ্বরের মানুষকে ধন্যবাদ, প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করেছেন: শুভেন্দু
বালাসোর হাসপাতালে শুভেন্দু অধিকারী।

Follow Us

বালেশ্বর: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর এবার আহতদের পাশে থাকার বার্তা দিয়ে ঘটনাস্থলে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার তিনি বাহানারায় দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর বালেশ্বর হাসপাতালেও (Balasore Hospital) যান। সেখানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার বার্তা দেন শুভেন্দু। হাসপাতাল থেকে বেরিয়ে শুভেন্দু বালেশ্বর এবং দুর্ঘটনাস্থলের পার্শ্ববর্তী এলাকার মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “প্রভু জগন্নাথের ভক্তরা শত শত প্রাণ বাঁচিয়েছেন।” একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই দুর্ঘটনার তদারকি করছেন বলেও জানান তিনি। এপ্রসঙ্গে রেলের বিরুদ্ধে বিরোধীরা যে অভযোগ তুলেছেন, তা নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু।

এদিন বালাসোর হাসপাতালে গিয়ে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। প্রথমেই স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ৬টা ৫৬ মিনিটে দুর্ঘটনা ঘটেছে। ৭টা ১০ মিনিটে সাধারণ মানুষেরা ঝাঁপিয়ে পড়েন। একইসঙ্গে বিরোধীদের তোপ দেগে শুভেন্দু বলেন, “যাঁরা উদ্ধারকাজে যুক্ত, তাঁদের ফ্রি ভাবে কাজ করতে দেওয়া দরকার। প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করেছেন।” এপ্রসঙ্গে রেলের গাফিলতি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, তাঁকেও একহাত নেন রাজ্যের বিরোধী দলনেতা। একইসঙ্গে রেলের দুই আধিকারিকের কথোপকথনের অডিয়ো প্রকাশ নিয়েও তৃণমূলকে তোপ দাগেন শুভেন্দু।

রেলের দুই আধিকারিকের কথোপকথনের অডিয়ো কীভাবে প্রকাশ্যে এল, তা নিয়ে তদন্ত হ‌ওয়া দরকার বলেও এদিন দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। রাজ্যে কাজ নেই তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেন, “পশ্চিমবঙ্গে কাজ নেই বলে এই সব ট্রেনে চেন্নাই, কেরল যায় বাংলার শ্রমিকেরা। এর জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি।”

Next Article