নয়া দিল্লি: গত কয়েক বছরে বাণিজ্যিক সম্পর্কে অনেকটাই উন্নতি করেছিল ভারত (India) ও আফগানিস্তান (Afghanistan)। দুই দেশের মধ্যেই বিপুল পরিমাণ আমদানি রফতানি (Import-Export) চলত। কিন্তু তালিবানের (Taliban) হাতে ক্ষমতা চলে যাওয়ার পর সে সবই বন্ধ হয়ে গিয়েছে আপাতত। পাকিস্তানের (Pakistan) ওপর দিয়েই কার্গো বিমানে আমদানি রফতানি চলত। কিন্তু তালিবান সে সব বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (FIEO) ডিরেক্টর জেনারেল (DG) ড. অজয় সাহানি। তবে ভবিষ্যতে আমদানি-রফতানি ফের শুরু হবে বলে আশাবাদী তিনি। তিনি মনে করেন, অর্থনীতিই মূল ভিত্তি, তা কিছুদিনের মধ্যেই বুঝে যাবে পাকিস্তান।
অজয় সাহাই জানিয়েছেন, আফগানিস্তানের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তার ওপর নজর রাখা হচ্ছে। পাকিস্তান হয়ে সে দেশ থেকে আমদানি করা হয়। কিন্তু তালিবান আপাতত কার্গো বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে আমদানি-রফতান বন্ধ হয়ে গিয়েছে। তিনি উল্লেখ করেন, ‘রফতানির ক্ষেত্রে আফগানিস্তানের সবথেকে বড় পার্টনার ভারত। চলতি বছরেও ৮ কোটি ৩৫ লক্ষ ডলারের রফতানি করেছে ভারত। অন্যদিকে, আফগানিস্তান থেকে ৫ কোটি ১০ লক্ষ ডলারের আমদানি হয়েছে বলে জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, আফগানিস্তানের অন্তত ৪০০ টি প্রজেক্টে ভারত ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে বলে জানান তিনি।
তবে পাকিস্তানের ওপর দয়েআসা কার্গ বিমান বন্ধ করা হলেও দুবাইয়ের মাধ্যমে যে রুটে বাণিজ্য চলে, তা এখনও খোলা আছে। ভারত থেকে মূলত চিনি, ওষুধ, চা, কফি, পোশাক, মশলা ও বিদ্যুৎ সংযোগের ট্রান্সমিশন টাওয়ার যেত আফগানিস্তানে। অন্যদিকে, আফগানিস্তান থেকে আসত শুকনো ফল, আঠা ও কিছু পেঁয়াজ।
তবে এত অস্থিরতার মধ্যেও আবার বাণিজ্য শুরু হবে বলে আশা রাখছেন অজয় সাহাই। তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে আফগানিস্তানও অর্থনৈতিক গুরুত্ব বুঝতে পারবে। তারা বুঝবে যে অর্থনীতি ছাড়া কোনও গতি নেই। ভারতের ভূমিকার গুরুত্বও বুঝবে তারা।’ তবে এই অস্থিরতার মধ্যে শুকনো ফলের দাম যে চড়চড় করে বেড়ে যাবে, সেই ইঙ্গিত তিনি পাচ্ছেন। ৮৫ শতাংশ শুকনো ফল যেমন আখরোট, কিসমিস, পেস্তা আফগানিস্তান থেকে রফতানি করে ভারত। তাই বাণিজ্য বন্ধ হয়ে গেলে কোপ পড়বে শুকনো ফলের দামে। তিনি বলেন, ‘আমি বলছি না যে দামের ক্ষেত্রে সরাসরি কোনও প্রভাব পড়বে, তবে আমদানি যেহেতু বন্ধ তাই, দাম বাড়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।’ আরও পড়ুন: ভিডিয়ো: তৃণমূল এয়ারপোর্টে নামলেই তালিবানি কায়দায় হামলা চালান, প্রকাশ্যে উস্কানি বিজেপি নেতার