MK Stalin’s Letter to PM Modi: কংগ্রেস দূরত্ব রাখলেও কেজরীর পাশে স্ট্যালিন, সিসোদিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 08, 2023 | 6:46 AM

MK Stalin's Letter to PM Modi: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি লিখেছেন, তাতে লেখা, "আমি অত্যন্ত দুঃখিত এবং হতাশ যে থিরু মণীশ সিসোদিয়া, যিনি দিল্লির নির্বাচিত উপমুখ্যমন্ত্রী, তাঁকে ভুয়ো অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে এত অত্যাচার, চাপের মধ্য়ে থাকতে হচ্ছে।"

MK Stalins Letter to PM Modi: কংগ্রেস দূরত্ব রাখলেও কেজরীর পাশে স্ট্যালিন, সিসোদিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে
গ্রাফিক্স: টিভি ৯ বাংলা।

Follow Us

নয়া দিল্লি: নিঃশর্ত মুক্তি চাই আম আদমি পার্টির নেতা মণীশ সিসোদিয়ার (Manish Sisodia), এই দাবি জানিয়েই প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হল চিঠি। তবে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) নন, এই চিঠি লিখলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন (MK Stalin)। দিল্লির আবগারী নীতি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার গ্রেফতারির পরই একদিকে যেখানে দূরত্ব বাড়িয়েছে কংগ্রেস, সেখানেই কেজরীবালের পাশে দাঁড়ালেন অপর বিজেপি বিরোধী দল ডিএমকে-র প্রধান এমকে স্ট্যালিন। কংগ্রেসের তরফে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ আনা হলেও, সেখানে একবারও মণীশ সিসোদিয়ার কথা উল্লেখ করা হয়নি। এমনকী, সম্প্রতিই আটটি বিরোধী দলের নেতারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্য়বহারের অভিযোগ এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি দিয়েছিল, তাতেও স্বাক্ষর করা থেকে বিরত ছিল কংগ্রেস।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠি লিখেছেন, তাতে লেখা, “আমি অত্যন্ত দুঃখিত এবং হতাশ যে থিরু মণীশ সিসোদিয়া, যিনি দিল্লির নির্বাচিত উপমুখ্যমন্ত্রী, তাঁকে ভুয়ো অভিযোগে গ্রেফতার করা হয়েছে এবং তাঁকে এত অত্যাচার, চাপের মধ্য়ে থাকতে হচ্ছে। বিচারব্যবস্থার সমস্ত ক্ষমতাকে জানালা দিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে এবং শাসক দলের সন্তুষ্টির জন্য আইন ব্যবস্থার অপব্য়বহার করা হচ্ছে।”

তদন্তকারী সংস্থা ও কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতার দাবি জানিয়ে এমকে স্ট্যালিন লেখেন, “বিগত ৯ বছর বিজেপি ক্ষমতায় থাকাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও অন্যান্য প্রশাসনিক দফতরগুলির সম্মান ক্ষুণ্ণ হয়েছে, তা তুলে ধরার আবেদন জানাচ্ছি। এবং মণীশ সিসোদিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।”

প্রসঙ্গত, ডিএমকে প্রধানের এই চিঠিতে বিরোধী জোটে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেল। গত ১ মার্চ এমকে স্ট্যালিনের জন্মদিনে বিজেপি বিরোধী শিবিরের একাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হলেও, ডাকা হয়নি কেজরীবালকে। সেখানেই সিসোদিয়ার গ্রেফতারির পর কংগ্রেস দূরত্ব বজায় রাখলেও, কেজরীবালের দলের পাশেই দা়ঁড়ালেন এমকে স্ট্যালিন।

Next Article