Waste Management: বর্জ্য ব্যবস্থাপনা শিখতে ইউরোপ সফর! চিদাম্বরম-পুত্র বললেন, ‘ইন্দোর থেকে শুরু করুন’

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 25, 2025 | 5:19 PM

DMK Vs Congress: কয়েকজন আধিকারিকদের ইউরোপে পাঠানো হচ্ছে। চেন্নাইয়ের আধিকারিকরা ইউরোপ যাবেন বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশন শিখতে। বার্সেলোনার মতো শহরে নিয়ে যাওয়া হবে বর্জ্য নিষ্কাশন ও ক্লিন ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার জন্য।

Waste Management: বর্জ্য ব্যবস্থাপনা শিখতে ইউরোপ সফর! চিদাম্বরম-পুত্র বললেন, ইন্দোর থেকে শুরু করুন
বর্জ্য ব্যবস্থাপনা শিখতে ইউরোপ সফর।
Image Credit source: PTI

Follow Us

চেন্নাই: শহরের ধারে বা মাঝখানেই বিরাট পাহাড়। তবে এটা ঘুরতে যাওয়ার জায়গা নয়। আবর্জনার পাহাড়। এমনই দুর্গন্ধ যে টেকা দায়! বড় বড় মেট্রো শহরে মাথাব্যথা হয়ে দাঁড়াচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্যের বোঝা নামাতেই এবার চেন্নাইয়ের আধিকারিকরা যাচ্ছেন ইউরোপ। এই নিয়েই শুরু জোর বিতর্ক। ঘটনাটি কী?

জানা গিয়েছে, আগামী মে মাসে তামিলনাড়ু সরকারের তরফে কয়েকজন আধিকারিকদের ইউরোপে পাঠানো হচ্ছে। চেন্নাইয়ের আধিকারিকরা ইউরোপ যাবেন বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশন শিখতে। বিশ্ব ব্যাঙ্কের তরফে তাদের সফরে সহযোগিতা করা হবে। বার্সেলোনার মতো শহরে নিয়ে যাওয়া হবে বর্জ্য নিষ্কাশন ও ক্লিন ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার জন্য।

দেশে ফিরে এসে এই শিক্ষাই কাজে লাগানো হবে। তামিলনাড়ু এই বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করবে। যত্রতত্র গজিয়ে ওঠা ভাগাড় বা বর্জ্যের পাহাড় নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ মিটবে।

এদিকে, স্ট্যালিন সরকারের এই পদক্ষেপ নিয়ে আক্রমণ করেছেন কার্তি চিদাম্বরম। তিনি প্রশ্ন তুলেছেন, আগে যে স্টাডি ট্যুরগুলিতে গিয়েছিলেন, তা থেকে কী শিখেছেন বা কী কার্যকর করা হয়েছে? এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “রাজ্যজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত খারাপ। রাস্তাঘাটে কুকুর, গরু ঘুরে বেড়াচ্ছে। ফুটপাথ ভাঙা, রাস্তায় খানাখন্দ ভর্তি। এটাই চেন্নাইয়ের হলমার্ক হয়ে দাঁড়িয়েছে।”

চেন্নাইয়ের আধিকারিকদের ইউরোপ সফরকে কটাক্ষ করে তিনি লিখেছেন, “ইন্দোর থেকে সফর শুরু করুন”। প্রসঙ্গত, ইন্দোর ভারতের সবথেকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর।