চেন্নাই: এইআইডিএমকে সরকার গঠিত হওয়ার পর, বৃহস্পতিবারই প্রথমবার তামিলনাড়ু সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি, দক্ষিণের রাজ্যে সব মিলিয়ে ৩১,৫০০ কোটি টাকার এগারোটি প্রকল্পের উদ্বোধন করলেন। তাঁকে সামনে পেয়েই, তামিল ভাষাকে হিন্দির মতো সরকারি ভাষা হিসাবে ঘোষণা করার দাবি জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। প্রধানমন্ত্রীকে স্বাগত ভাষণে তিনি বলেন, ‘হিন্দির মতো তামিল ভাষাকেও সরকারি ভাষা এবং মাদ্রাজ হাইকোর্টের সরকারি ভাষা করুন’। অন্যদিকে, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে তামিল ভাষাকে ‘চিরন্তন’ বলেছেন। একইসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তামিল সংস্কৃতি।
তামিলকে সরকারি ভাষায় রূপান্তরিত করার পাশাপাশি, তিনি বলেন, তামিলনাড়ুর বৃদ্ধি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের পরিমিতিতে বিচার করা যাবে না। এই রাজ্যের বৃদ্ধির ভিত্তি ‘দ্রাবিড়িয় মডেল’ এর শাসন। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক ন্যায়বিচার ও সমতাও এই প্রবৃদ্ধি মডেলের অন্তর্ভুক্ত। এই কারণেই তামিলনাড়ুর বৃদ্ধির গতিপথ একেবারে অনন্য। ন্যাশনাল মেডিক্যাল এন্ট্রান্স টেস্ট বা এনইইটি থেকেও তামিলনাড়ুকে বাদ দেওয়ার আহ্বান জানান স্টালিন। সেই সঙ্গে স্টালিন রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকারি তহবিল বৃদ্ধির দাবিও জানিয়েছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্রের তহবিল বৃদ্ধির দাবি জানান তিনি।
প্রসঙ্গত, গত মাসে কানাড়া অভিনেতা কিচ্চা সুদীপের একটি মন্তব্য থেকে বর্তমানে তামিল ভাষা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সুদীপ বলেছিলেন, ‘হিন্দি আর জাতীয় ভাষা নয়’। এরপর তাঁর এই মন্তব্যকে সমর্থন করেন দক্ষিণ ভারতের বহু অভিনেতা এবং রাজনীতিবদ। তারপর ভাষা নিয়ে এই বিতর্ক চলছে। সপ্তাহখানেক আগেই রাজ্যের শিক্ষামন্ত্রী কে পনমুডি বলেছিলেন, ‘হিন্দীভাষীরা কোয়েম্বাটোরে ফুচকা বিক্রি করে’। তাঁর এই মন্তব্য স্বাভাবিকভাবেই সমালোচিত হয়েছিল।
এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘তামিল ভাষা চিরন্তন এবং তামিল সংস্কৃতি বৈশ্বিক। চেন্নাই থেকে কানাডা, মাদুরাই থেকে মালয়েশিয়া, নামাক্কাল থেকে নিউ ইয়র্ক এবং সালেম থেকে দক্ষিণ আফ্রিকা পর্যন্ত, পোঙ্গল এবং পুথান্ডুর-এর মতো উৎসবগুলি অত্যন্ত উত্সাহের সঙ্গে পালন করা হয়। আর তাই কেন্দ্রীয় সরকার তামিল ভাষা ও সংস্কৃতিকে জনপ্রিয় করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই বছরের জানুয়ারিতে, চেন্নাইয়ে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিলের নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে। নতুন ক্যাম্পাসটি সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের অর্থায়নে করা হয়েছে’।
এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ছাড়াও, রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান উপস্থিত ছিলেন। প্রধাবনমন্ত্রী ২,৯৬০ কোটি টাকারও বেশি মূল্যের পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেন। একইসঙ্গে, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ১১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১,১৫২টি বাড়িরও উদ্বোধন করেন। এছাড়াও, প্রধানমন্ত্রী ২৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের ৬ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে ২৬২ কিলোমিটার দীর্ঘ বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে।